![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আকাশের অম্লান চাঁদের দিকে তাকিয়ে
তোমার মুখটা মনে করেছি আমি।
দেখেছি, তোমার তারার মতো উজ্জল দু'টি
চোখের কাছে হার মেনেছে সে।
তোমার সে চোখে ডুব দিয়ে ভেবেছি
সার্থক হয়েছি আমি এ জীবনে।
ধন্য হলো আমার মানব জনম।
সেদিন বুঝিনি তোমার মনের খাতায়
যে চরণ লেখা আছে কাউকে ভালবেসে
সে আমার জন্য নয়।
২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ কবিতাটি পড়ার জন্য ও মন্তব্যকরার জন্য।
২| ২২ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: রবীন্দ্রনাথের গান আছে " তোমার আখির মতোন দুটি তারা
ঢালুক কিরণধারা"
২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আরণ্যক । ভাল থাকুন সব সময়।
৩| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
জেন রসি বলেছেন: সেদিন বুঝিনি তোমার মনের খাতায়
যে চরণ লেখা আছে কাউকে ভালবেসে
সে আমার জন্য নয়।
চমৎকার।
২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন রেসি । ভাল থাকুন সব সময়।
৪| ২২ শে মে, ২০১৫ রাত ৯:৪১
এফ.কে আশিক বলেছেন: সুন্দর.........।
২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
৫| ২৬ শে মে, ২০১৫ দুপুর ২:১২
মধ্য রাতের আগন্তক বলেছেন: ভালো লেগেছে।
২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:২৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৫ সকাল ৯:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আজকের কবিতায়।