![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
লাশের মিছিল থেকে উদ্যত অস্ত্রহাতে
ছুটে আসে সে,
সুতীব্র চীৎকারে একাকার করে দেয়
গ্রাম-মাঠ-জনপদ-ব্যস্ত শহর।
ছুটে আসে সবাই তার ডাকে।
ক্ষেতের কৃষক,
কারখানার মজুর,
রাস্তার পথিক,
স্কুলগামী ছাত্র,
ঘরকুনো গৃহিণী,
সদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রুগী,
সেও ছুটে আসে।
সবাই গোল হয়ে জমা হয়
মাঝখানে লাশের মিছিলের সেই ছেলেটি।
উদ্যত পতাকা তখনও তার হাতে।
ছেলেটি চীৎকার করে বলছে,
'আমাকে তোমরা কবর দিতে চেয়েছিলে না ?
এই দেখো, আমি চলে এসেছি।
আমি কবরে যাবনা, যেতে পারিনা।
এই তোমরা না একাত্তরে যুদ্ধ করেছিলে ?
এখনই এতটা বধির হয়ে গেলে কি করে ?'
গোল হয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো
একে অপরের মুখের দিকে তাকায়।
আরও মানুষ জমা হয় সেখানে
জায়গাটাকে কোন ওষুধ বিক্রেতার সমাবেশ মনে করে।
ততক্ষণে ছেলেটির শরীর থেকে খসে পড়েছে
সাদা থানের টুকরোগুলো।
তার ভিতর থেকে বেরিয়ে এসেছে ঝলমলে রঙিন পোষাক।
অবাক হয় সবাই, একি !
ছেলেটি সেই পোষাক দেখিয়ে আবার বলে,
'এই দেখো, আমি মরিনি।
তোমরা ভুল করেছিলে।
তোমাদের সেই ভুল ভাঙাতেই আমি ছুটে এসেছি।
এই পতাকা দেখো।
এটা কি কোনদিন মাটি চাপা পড়তে পারে ?
আমি এই পতাকাকে ধরে আছি
সেই একাত্তর থেকে।
যখন তোমরা যুদ্ধ করেছিলে স্বাধীনতার জন্য,
বিসর্জন দিয়েছিলে অগণিত প্রাণ,
নারীর ইজ্জত,
বুদ্ধিজীবীদের কলমের শাণিত অস্ত্র।
তার বিনিময়ে এই পতাকা।
এই দেখো, ছুটে এসেছি আমি মৃত্যুর মিছিল থেকে
তোমাদেরকে জানাব বলে, যে
এই পতাকা শুধু লাল-সবুজের আলপনা নয়।
এতে মিশে আছে আমাদের জাতিসত্তার চেতনা
যা কেবল গর্জে উঠতে জানে
মাথা নোয়াতে জানেনা।'
১৮ ই জুন, ২০১৫ সকাল ৭:২০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
২| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৪২
আব্দুল জাব্বার বলেছেন: মাশাআল্লাহ
১৮ ই জুন, ২০১৫ সকাল ৭:২১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৩| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১১:১৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার কবিতার হাত বরাবরই ভাল।
২য় ভাল লাগা।
১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। ভাল থাকুন আপনি।
৪| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দ্রোহ আর দেশপ্রেমের গল্প, সাথে সমসাময়িক ঘটনার মিশেল। ভালো লেগেছে আপু।
১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৪
সুফিয়া বলেছেন: খুব সুন্দর করে বলেছেন। আমারও ভাল লেগেছে আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে কিবতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৫| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:১৩
হাসান মাহবুব বলেছেন: একটা সাসপেন্সের মধ্যে রেখে শেষে একটা চমৎকার মেসেজ। ভালো লাগলো।
১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৬| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:৫৮
এফ.কে আশিক বলেছেন: এই দেখো, ছুটে এসেছি আমি মৃত্যুর মিছিল থেকে
তোমাদেরকে জানাব বলে, যে
এই পতাকা শুধু লাল-সবুজের আলপনা নয়।
এতে মিশে আছে আমাদের জাতিসত্তার চেতনা
যা কেবল গর্জে উঠতে জানে
মাথা নোয়াতে জানেনা।
অসাধারণ..........।
১৯ শে জুন, ২০১৫ সকাল ১০:০৩
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আশিক আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।
৭| ১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৩১
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
আসলেই এই চেতনা কখনও মাথা নোয়াতে জানে না।
৮| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:১০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন রেসি। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০১
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । ঝাঁঝালো । ভাল লেগেছে অনেক ।