![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আসল ঠিকানা
এক হাত দুই হাত করে
অজস্র কোটি হাত হেঁটে
এগিয়ে যাচ্ছি আমরা
জীবনের চরম লক্ষ্যের পাণে।
মনে হয় কত সুদীর্ঘ এই পথ !
কত সম্ভাবনাময় এই এগিয়ে যাওয়া !
কত অর্জন-বিসর্জনের ইতিহাসে ভরা এই অভিযাত্রা !
আমাদের পরম আরাধ্য এই পথচলা
শেষ হয় যেখানে, সেখানে
আমরা তৈরি করি আমাদের কাংখিত ঠিকানা।
এই চলার পথে সঙ্গী হয় আমাদের
কত মোহিত সৌরভের আকর্ষণ,
কত নন্দিত ঘটনার অনুরনন,
কত নিন্দিত সময়ের সাতকাহন।
কত মায়া জড়ানো ভালবাসার টান
কখনও বুকে বিঁধে প্রিয়জন হারানোর বাণ।
সুখপাখি মন অসুখপাণে ধায় কখনও।
এত যোগ-বিয়োগের খেলার মাঝে
ভাবেনা এ মন ক্ষণিকের তরে
এক হাত দুই হাত করে
অজস্র কোটি হাত হেঁটে
এগিয়ে যাচ্ছি আমরা ক্রমশঃ
সাড়ে তিন হাত মাটির গহবরের পাণে।
আমাদের আসল ঠিকানা সেখানে।
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে হাসান মাহবুব। ভাল থাকুন সব সময়।
২| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক দিন পর আপনার পোস্টে পেলাম।
কেমন আছেন?
পোস্টে ভাল লাগা। তবে ত্বাত্তিক পোস্টগুলো বুঝতে একটু সময় লাগে।
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।
কবিতাটি খুব বেশি কঠিন কি ?
৩| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৫
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: ভালো লেগেছে,
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
৪| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৫
কাবিল বলেছেন: এই ক্ষয়ীঞ্চুমান পৃথিবীতে আমরা সবাই জীবনের চরম লক্ষ্য পাণে পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু আসল ঠিকানার লক্ষ্যে কয়জন চেষ্টা করছি।
কবিতাটি ভাল লেগেছে, ভাল থাকবেন সবসময়।
২৪ শে জুন, ২০১৫ সকাল ৯:৩০
সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন কাবিল। ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। আপনিও ভাল থাকুন সব সময়।
৫| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক হাত দুই হাত করে
অজস্র কোটি হাত হেঁটে
এগিয়ে যাচ্ছি আমরা ক্রমশঃ
সাড়ে তিন হাত মাটির গহবরের পাণে।
গতকাল আমার নানুকে দেখতে গেলাম। উনি বারবার বলছিলেন, আমি আজকে মারা যাব। শুনেই কেমন মন খারাপ হয়ে গেল। বয়স শরীরের সাথে সাথে মনের নির্যাসটুকুও কেড়ে নেয় বুঝি। প্রতিনিয়ত আমরা এক হাত দুই হাত করে সেই বয়সের নদী পাড়ি দিয়ে এগিয়ে যাই সাড়ে তিন হাত মাটির গহবরে।
২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:২০
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। আপনি ঠিকই বলেছেন । প্রতিনিয়ত আমরা এক হাত দুই হাত করে সেই বয়সের নদী পাড়ি দিয়ে এগিয়ে যাই সাড়ে তিন হাত মাটির গহবরে।
দোয়া করি আপনার নানু যেন অনেক অনেক ভাল থাকেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: মরমী দর্শনের ওপর ভিত্তি করে লেখা। বেশ ভালো।