![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
ফিরে চল গাঁয়ের পাণে
মুখর বৃষ্টির মগ্ন কোলাহলে বসে একা আমি ভাবি
চারদিকে যা দেখি সবই আমার শৈশবের ছবি।
পানিতে ডুবডুবু পথ-মাঠ-প্রান্তর
মনে পড়ে যায় আমার প্রিয় গ্রামখানিতে
শৈশবের প্রিয় খেলাঘর।
বাদল বরিষণের এমনি দিনে
পানিতে থৈ থৈ মেঠো পথের বাঁকে
প্রাণের উচ্ছাসে বৃষ্টির খেলায় মেতে
কত যে বকুনি খেয়েছি মায়ের কাছে ঘরে ফিরে !
সেই শৈশব আজ আমার কাছে সোনালী দিনের বাসর।
হাঁটুজলে কাঁদামাখা পানিতে জমত মাছেদের আসর।
সবুজ-লালে-সাদা ডুরে পরা মাছেদের টানে
কচু পাতার ছাতা মাথায় ছুটে যেতাম বাড়ির পাশের ক্ষেতে।
মাছ ধরা তো নয়, যেন
মহাআনন্দে বিশ্ব জয়ের সুখ নিয়ে
ঘরে ফিরতাম চঞ্চলা মাছেদের নিয়ে।
আজ এই বর্ষামুখর ক্ষণে
সেই মাছগুলো উঠছে নেচে থেকে থেকে
আমার স্মৃতির অলিন্দ জুড়ে।
গাছের ডালে বৃষ্টিভেজা কদমের থরো থরো কাঁপুনি দেখে
মন উন্মন ছুটে যেতাম গাছতলায়
কে নিতে পারে সেই কদম আগে ?
কদমহাতে রাজ্যের সুখে ভরে যেত মন।
যেন পেয়ে গেছি হাতে পরম আরাধ্য ধন।
সেই কদম তার বৃষ্টিভেজা ভালবাসায়
মনে হয় বারবার কাছে ডাকছে আমায়।
তাই ইচ্ছে করে ছুটে যাই আবার
বাদল বরিষণের এই বেলায়
আমার হারানো সুখের কুঞ্জবন সেই কদমতলায়।
ভুলা যায়না এসব স্মৃতি
ভুলিতে চাইনা আমি।
ফিরে পেতে চাই বারবার
আপনার করে এই গহীন বরিষণে
আর কিছু নাই আমার চাইবার।
আজ তাই এই মুখর বৃষ্টির মগ্ন কোলাহলে
কে যেন আমায় ডেকে বলে
ফিরে চল গাঁয়ের পাণে।
২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:৪২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
২| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:২২
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো, তবে শেষ পঙক্তিটা কিছুটা দুর্বল মনে হয়েছে।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:০৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। আপনার মতানুসারে শেষ পংক্তিটা নিয়ে আমি আবার ভেবে দেখব।
৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:২৫
এফ.কে আশিক বলেছেন: কবিতায় ভালো লাগা রইল.........,
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ এফ. কে.আশিক কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৪| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: নষ্টালজিক কবিতায় ভাল লাগা।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৫| ৩০ শে জুন, ২০১৫ ভোর ৬:৩৬
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
৩০ শে জুন, ২০১৫ সকাল ১০:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:৩০
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।