![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
মায়ের বিছানা
সেই একই বিছানা
একই রকমভাবে পাতা
যেমন পাতা হয়েছিল মায়ের পছন্দমতো।
আজও তেমনি আছে
মায়ের শরীরের গন্ধমাখা অনুভবে।
হাত বাড়ালেই মনে হয়
এই তো এখানে মা আছেন
অতি কাছে, সবটুকু জুড়ে।
আমি ছুঁয়ে আছি মাকে।
সেই বালিশ-তোষক-মশারি-চাদর
হাত বাড়ালেই মনে হয়
এই তো পেয়েছি মায়ের আদর।
অথচ মা নেই !
সেই কবে, সাত বছর আগে
মা চলে গেছেন পড়পাড়ে।
শূন্য আঙিনায়, শূন্য বিছানায়
আজও আমি বারবার মাকে ফিরে পাই।
মন ছুটে যায় মায়ের ঘরে
দুর্নিবার আকর্ষণে
মায়ের বিছানা-খাটে।
মায়ের রোগবন্দী পাঁচটি বছরের খোরোখাতা
মুখর ইতিহাস এখানে, মাকে ঘিরে।
শুধু মা নেই কাছে, এই বিছানাটিতে।
গতিময় সময়ের কাছে জীর্ণ-পুরাতন হয়ে যাওয়া সেই খাট
মায়ের সেই বিছানা-চাদর
মনে হয় ছুঁয়ে দেখি বারবার।
মনে হয় এই বুঝি মা কাছে ডাকলেন,
বিছানা থেকে উঠাতে বলবেন।
পর মুহূর্তে দেখি সব মিথ্যা কুহক
মা নেই কোথাও, আছে শুধু
বুকভাঙা কান্না আর স্মৃতির বাহক।
এই বিছানা তেমনি আছে
শুধু মা নেই তাতে।
মিশে আছেন বিছানার স্মৃতিময় ভাঁজে
নিরেট মমতার ষ্পর্শ নিয়ে
আমাকে ভরিয়ে দিতে।
আমি তাই বারবার
ছুটে ছুটে যাই মায়ের ঘরে
মায়ের বিছানা-খাটে
আর একটিবার ছুঁয়ে দেখব বলে মাকে
২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৫১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।
২| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:১৪
হাসান মাহবুব বলেছেন: মাকে নিয়ে কিছু লিখলে সেখান থেকে একটা স্নিগ্ধ স্পর্শ পাওয়া অবধারিত। এখানেও তা পেলাম। আপনার মার আত্মার শান্তি কামনা করছি।
২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৫২
সুফিয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন হাসান। মাকে নিয়ে কিছু লিখলে সেখান থেকে একটা স্নিগ্ধ স্পর্শ পাওয়া অবধারিত।
ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য।
ভাল থাকুন আপনি সব সময়।
৩| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩০
কাবিল বলেছেন: ছুটে ছুটে যাই মায়ের ঘরে
মায়ের বিছানা-খাটে
আর একটিবার ছুঁয়ে দেখব বলে মাকে।
৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ কাবিল আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
৪| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৪
কলমের কালি শেষ বলেছেন: বিস্বাদমাখা কবিতা । মনটা খারাপ হয়ে গেলো ।
৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৭
সুফিয়া বলেছেন: জ্বি, পড়লে আমারও মনটা মনটা খারাপ হয়ে যায়। মায়ের কথা মনে পড়ে বারবার।
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৫| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
সুমন কর বলেছেন: মা'কে হারিয়েছি বেশী দিন হয়নি। মন ভারী করা কবিতা।
৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৮
সুফিয়া বলেছেন: দোয়া করি আপনার মা জান্নাতবাসী হোক।
আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:২৩
অরুদ্ধ সকাল বলেছেন: অনেক বেশী ভালো লাগিল কবি। আমি পর পর কয়েকবার পড়িলাম।
৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৮
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৭| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:৫৫
ডি মুন বলেছেন: মা যেখানেই থাকুন, ভালো থাকুন।
মাকে নিয়ে সুন্দর কবিতা।
++++
শুভেচ্ছা রইলো।
৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ সকাল ৯:২৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: মা কে নিয়ে আবেগী কবিতাটি বেশ ভাল লাগলো।
আপনার মা জান্নাতবাসী হউক, দোয়া এটুকুই।