![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
মন মোহিনী চিত্ত হরিণী
মন মোহিনী চিত্ত হরিণী
বাজিছে সকালে এ কোন রাগিণী
হরিষে মত্ত মন
কত কথা বলিতে উন্মন
বলিতে চাই যারে
তারে কোথায় পাইে রে
কখনও তো তারে কাছে ডাকিনি।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।
আলোর হাওয়ায় প্রাণের মেলায়
মেঘ বালিকার নাচন দোলায়
নাচিছে এ মন নাচিছে ছন্দে
ভাসিছে চারপাশ কুসুমের গন্ধে
যাকে নিয়ে এই বেলা
মন চায় করিতে খেলা
তাকে তো আপন করে কখনও ভাবিনি।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।
তবু চুপি চুপি এ মনে
সে আসে সংগোপনে
পাখির কুজনে প্রাণের কুঞ্জবনে
সে যেন সদাই
কিছু বলিতে চায়
যে কথা আমি তাকে আগে বলিনি।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: "যাকে নিয়ে এই বেলা মন চায় করিতে খেলা" সত্যিই অসাধারণ লিখেছেন| প্রাচীন কোন কবির ছন্দের ঝংকার যেন, প্রাচীন কোন নুপূরনিক্কন
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৫
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরণ্যক রাখাল আমার কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
হাসান মাহবুব বলেছেন: বেশ একটা রাবিন্দ্রিক আবহ আছে লেখাটায়। ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:২৩
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
+++
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন রসি আপনাকে। ভাল থাকুন আপনি সব সময়।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ কাব্য!
০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:২১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৬| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: অসম্ভব ভাল লাগা একটি পোস্ট।
লাইক দিলাম
০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর লেখেছেন।