![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
বায়স্কোপওয়ালা
ও বায়স্কোপওয়ালা ------
তোর দিন আজ হারিয়ে গেছে
তুই হয়ে গেছিস ইতিহাসের পাতা।
সেই যে তোর রহস্যময়ী বাক্সের ভিতর
আসত-যেত কত রাজা-বাদশা !
কত লোক-লোকান্তর ! দেশ-দেশান্তর !
অচেনা-অজানা।
আজ তেমনি করে স্মৃতির বাক্সে আসে-যায় আমার ছেলেবেলা।
ও বায়স্কোপওয়ালা ------
আমাদের ছেলেবেলার আনন্দ-খেলায়
তোর কথা ভুলা নাহি যায়।
তোর কথার জালে মোহন সুরে
অচেনা জগত যেত খুলে।
অবাক বিস্ময়ে দেখতাম চেয়ে
তোর বাক্সের সেই জগতটাকে।
তুই ছিলি সেই স্বপ্নপুরীর স্বপ্নের চাবিওয়ালা।
ও বায়স্কোপওয়ালা ------
তোর কথা ছিল তেমনি মধুর
আজও কানে বাজে স্মৃতি মধুর।
“কলকাতা শহর আইসা গেল,
রাণী ভিক্টোরিয়া দেখা গেল”।
এমনি কত কথার জালে
আমার শৈশব আছে জড়িয়ে।
তুই-ই তো সেই মধুর দিনের চেনা ফেরিওয়ালা।
ও বায়স্কোপওয়ালা ------
০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৩
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুমন কর আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
২| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৪
আরণ্যক রাখাল বলেছেন: কবিতা ভালো লাগে নাই।
০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:২১
সুফিয়া বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
৩| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজ তেমনি করে স্মৃতির বাক্সে আসে-যায় আমার ছেলেবেলা।
ও বায়স্কোপওয়ালা
তুই ছিলি সেই স্বপ্নপুরীর স্বপ্নের চাবিওয়ালা।
ও বায়স্কোপওয়ালা
তুই-ই তো সেই মধুর দিনের চেনা ফেরিওয়ালা।
ও বায়স্কোপওয়ালা
চমৎকার কবিতায় +++
ভালো থাকুন, শুভকামনা।
০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৫৮
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।
৪| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৩
এ কে এম রেজাউল করিম বলেছেন:
“কলকাতা শহর আইসা গেল,
রাণী ভিক্টোরিয়া দেখা গেল”।
ওহ! সেইসব স্বপ্নময় দিন আর কি আসবে এ জীবনে!
লেখিকার প্রতি আমার সুভেচ্ছা রহিল।
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। আমারও একই প্রশ্ন
সেইসব স্বপ্নময় দিন আর কি আসবে এ জীবনে!
ভাল থাকুন সব সময়।
৫| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮
হাসান মাহবুব বলেছেন: আমার শৈশবকালে বায়োস্কোপের প্রচলন ছিলো না। কত কী এভাবে হারিয়ে যায় সভ্যতার উন্নয়নজনিত যাতাকলে পিষে! শুভেচ্ছা।
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
৬| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: যান্ত্রিকতার কাছে অতীত অসহায়। কবিতা মোটামুটি লাগল।
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৭| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা যখন ছোট বায়স্কোপ যুগ তখন শেষের দিকে ছিল। এখন তো ইতিহাসের নির্ভযোগ্য সাক্ষী।
ভাল লাগা পোস্টে।
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪০
সুফিয়া বলেছেন: ঠিক বলেছে। বায়স্কোপ এখন ইতিহাস ।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:২১
সুমন কর বলেছেন: আসলেই যান্ত্রিক জীবনে সে বায়স্কোপওয়ালা আর নেই।
“কলকাতা শহর আইসা গেল,
রাণী ভিক্টোরিয়া দেখা গেল” - কথাটি থাকাতে ভালো লাগল। পুরনো সব স্মৃতি।