![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
ভালবাসি, বলতে পারিনা
জ্বলে-পুড়ে যায় অন্তর।
ইচ্ছে করে যা আছে সম্মুখে
সব গুড়িয়ে দেই
হয়ে যাক মহা-প্রলয়।
অন্তরে নির্মাল্য যা ছিল
হারিয়ে গেছে ধূ ধূ শূন্যতায়,
কথার পাপড়িরা পাখা মেলে না আর
থেমে গেছে হতাশার স্তব্ধতায়।
ভালবাসি, বলব কি করে
ভাবি যতবার
কে যেন প্রেমহীন নির্মোহ প্রেমিক হয়ে
সামনে এসে দাঁড়ায় ততবার।
তাই ভালবাসি, বলতে পারিনা
জ্বলে-পুড়ে যায় অন্তর।
২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আশিক। ভাল থাকুন।
২| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
সুমন কর বলেছেন: হতাশা কাঁটিয়ে সব বলে ফেলুন। হাহাহা.........
২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪
সুফিয়া বলেছেন: এই তো বলে ফেললাম। ধন্যবাদ।
৩| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বলতে না পারলে লিখে বা এসএমএস করে জানিয়ে দেন।
২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪
সুফিয়া বলেছেন: লিখেই তো দিয়েছি। ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৭
হাসান মাহবুব বলেছেন: বইলা ফালান সাহস কৈরা।
২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫
সুফিয়া বলেছেন: সাহসের দরকার হয়না । এই দেখুন লিখে ফেললাম। ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৫
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬
সুফিয়া বলেছেন: আপনার জন্যও ঈদের শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগাল........