![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
রঙিন খাম
চিঠি লেখার দিন ফুরিয়েছে
নেই আজ আর রঙিন খামের কদর।
লাল-নীল-হলুদ-খামে...
দুঃখ-সুখের বারতা নিয়ে
আসত কত ভাল-মন্দ খবর।
কেউ বা হাসত, কেউ বা কাঁদত
ভালবাসার নাচন দোলায় কেউ বা ভাসত।
খামের ভেতর সুখ-দুঃখের ভাষা
এমনি করে থাকত লেখা।
ছেলে লিখত হোস্টেল থেকে
'টাকা লাগবে বাবা'।
মেয়ে লিখত স্নেহ জড়িয়ে
'তোমার শরীরের যত্ন নিও বাবা'।
স্বামীর চিঠির অপেক্ষায় তরুণী বধূ
রাতদিন পথ চেয়ে থাকে শুধু।
অবশেষে চিঠি আসে রঙিন খামে
বধূর মন আনন্দে ভাসে।
খাকি পশাক, কাঁধেতে ঝোলা
সেই পিয়নেরও আজ নেই দেখা।
লাল-নীল-হলুদ খামের বোঝা আর
হাসি-কান্নার হাজারো বারতা নিয়ে
আমাদের দরজায় নাড়ত যে কড়া।
চিঠি লেখার দিন ফুরিয়েছে, তাই
পাইনা আর ডাক পিয়নের দেখা।
প্রযুক্তির হাজারো সুবিধার ভিড়ে
সেই রঙিন খামের দিন গেছে হারিয়ে।
ক্ষুদে বার্তা, ফোন কল, আরও কত রকম সকম।
সব পেয়েও মনে পড়ে রঙিন খামের দিন সেরকম।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ গাজী আল আমিন আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়<
২| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৮
প্রামানিক বলেছেন: পুরানো দিনের কথা মনে পড়ে গেল। আগে চিঠি লিখতে গিয়ে কত রকম ভাষার প্রয়োগ করেছি। এখন সব ভুলে যাচ্ছি। চমৎকার কবিতা। ধন্যবাদ
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ প্রামাণিক আমার কবিতাটি পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
৩| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪
সুমন কর বলেছেন: ক্ষুদে বার্তা, ফোন কল, আরও কত রকম সকম।
সব পেয়েও মনে পড়ে রঙিন খামের দিন সেরকম। -- বাস্তব কবিতা। ভালো লাগল।
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সুমন কর আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৪| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৭
জুন বলেছেন: চিঠির আবেদন হয়তো আমাদের জেনারেশনে আছে কিন্ত এখনকার ? ওরা হয়তো বুঝবেই না ডাক পিয়নের জন্য জানালা দিয়ে তাকিয়ে থাকা সেই প্রতীক্ষার দিনগুলোর কথা ।
অনেক অনেক ভালোলাগলো কবিতা সুফিয়া ।
+
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৬
সুফিয়া বলেছেন: অনেক ভাল লাগল আপনার মন্তব্য পড়ে। সত্যিই বলেছেন আপনি এই জেনারেশন হয়তো বুঝবেই না ডাক পিয়নের জন্য জানালা দিয়ে তাকিয়ে থাকা সেই প্রতীক্ষার দিনগুলোর কথা ।
ধন্যবাদ জুন আমার কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
৫| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
চাঁদগাজী বলেছেন:
ক্রমেই অনেক কিছু হারিয়ে যাবে।
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭
সুফিয়া বলেছেন: ঠিকই বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমার লেখাটা পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৬| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১১
হাসান মাহবুব বলেছেন: নস্টালজিক হলাম।
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮
সুফিয়া বলেছেন: কবিতাটি লেখার সময় আমিও নস্টালজিক হয়ে পড়েছিলাম। বারবার তাল কেটে যাচ্ছিল কবিতার।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৭| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুফিয়া আপা একি কবিতা লিখলেন, কতজন যে এই কবিতা পড়ে নস্টালজিক হবে। আপনার কবিতা পড়ার পর মনে হল, আচ্ছা এখনো কি স্কুলে চিঠি লেখা বিষয়টা আছে বাংলা দ্বিতীয় পত্রে? সেখানে তো এখন মেসেজ/চ্যাট লেখার ব্যাপারটা অন্তর্ভুক্ত হওয়ার কথা
২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৮
সুফিয়া বলেছেন: খুব একটা ভাল বিষয়ের অবতারণা করেছেন আপনি। সত্যিই তো ! এ ব্যাপারে একটু খোঁজ-খবর করতে হয়।
ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪৩
গাজী আলআমিন বলেছেন: খুব ভালো লাগলো । বাস্তব কথা