![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
যেতে চাই ফুলের কাছে
ভালবেসে কানে কানে
বলতে চাই কিছু কথা সংগোপনে।...
ওর বুকের আনন্দের পরশে
ধুয়ে নিতে চাই নিজকে।
জেনে নিতে চাই কি করে
অন্যের জন্য নিজকে উজাড় করে
হারানো যায় সুখের গভীরে।
যেতে চাই ফুলের কাছে
ভালবেসে কানে কানে
বলতে চাই, ভালবাসি তোমাকে।
বলতে চাই আরও কিছু
বলা হয়নি যা কখনও
স্বজন প্রিয়জন কিংবা বন্ধুজনে।
শুধু ফুলকে বলব বলে
পেতে চাই ফুলকে আরও আপন করে।
শুধু ফুলকে বলব বলে
ভালবাসাটুকু আজও বলিনি কাউকে।
মন বলে ফিরাবে না সে আমাকে।
বলবে হৃদয়ের কথা আমাকে ভালবাসে।
বলবে সে ভালবেসে নিজকে শূন্য করে
কি করে পূর্ণতা দিতে হয় নিজকে।
যেতে চাই ফুলের কাছে
ভালবাসে কানে কানে
বলতে চাই তাকে কিছু কথা
সংগোপনে।
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।
২| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩
আজাদ মোল্লা বলেছেন: যেতে চাই ফুলের কাছে
ভালবেসে কানে কানে
বলতে চাই কিছু কথা সংগোপনে।...
ওর বুকের আনন্দের পরশে
ধুয়ে নিতে চাই নিজকে।
জেনে নিতে চাই কি করে
অন্যের জন্য নিজকে উজাড় করে
হারানো যায় সুখের গভীররে ।
অনেক সুন্দর ।
ভালো লেগেছে অনেক বেশি ।
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আজাদ মোল্লা আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।
৩| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কোমল অনুভূতির হালকা হালকা একটা কবিতা। +
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
সুফিয়া বলেছেন: আপনার বর্ণনা তার চেয়েও কোমন মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৪| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সুমন কর আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৫| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০
প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভাল লাগল। ধন্যবাদ
১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫১
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৬| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫
জুন বলেছেন: ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় ...।
কবিতা সত্যি সুন্দর সুফিয়া আপা ।
+
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ জুন আপনাকে কাবতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।
৭| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২
বোকামানুষ বলেছেন: ভাল লাগলো
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।