![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
শীত ও ইচ্ছেপাখি
শীতের এই আগমনী সময়ে
আমার বড় ইচ্ছে করে
ফিরে যেতে গাঁয়ের কাছে।
মনে আমার সুখ সুখ লোভ
দেখব সেথা আমার গাঁয়ের কুয়াশাঢাকা রূপ।
সেথায় দিনশেষে সন্ধ্যা নামবে
মায়াবী গোধূলীকে আঁধারে ঢেকে দিয়ে।
তারপর একটি দীর্ঘ রাত
বাইরে টিনের চালে
টুপটাপ ছন্দমুখর শিশিরের পতন।
ঘরের ভিতর থরো থরো শীতের কাঁপন।
লেপ-কম্বল-মোটা কাঁথা জড়িয়ে শুয়ে পড়া।
তারপর রাত ভোর।
কুয়াশার চাদরে মোড়া একটি সকালের আগমন।
কিন্তু সূর্যদেবের দেখা নেই।
তাই ঘাসের পাতায় বিন্দু বিন্দু শিশিরের আয়নায়
নিজকে খুঁজে ফেরা অবিরল ইচ্ছায়।
আমার খুব ইচ্ছে করে
এই শীতে আমার গ্রামকে কাছে পেতে
আপন করে, ভাল লাগার নিবিড় বলয়ে।
যেথায় নরম তুলতুলে রোদ উঠে
রাতের জমাট কুয়াশা কেটে।
তার মন হারানোর হাতছানিতে
সময়ের পিছুটান ভুলে
মেঠোপথের বাঁক মাড়িয়ে
ছুটে যাব কাশবনে।
সেখানে নিজকে ফিরে পাব স্মৃতির পাতায়।
ইচ্ছে করে ইচ্ছেমতো
পিঠে-পায়েস খাবো শত।
সীমের মাচায়, লাউয়ের ডগায়
সুখ কুড়োব থোকায় থোকায়।
ক্ষেতের ধারে আইলের পাশে
বুনোফুলের গন্ধ মেখে
মটরশুটির কানে কানে
বলব কথা সংগোপনে।
সেই কথাটি জানবে শুধু গাঁয়ের লোকে।
ইচ্ছে করে তাদের কাছে
শহুরে মনকে হারিয়ে ফেলতে।
ছোট ছোট শীতের বেলায়
তুলতুলে রোদের পাখায়
ইচ্ছে করে এই আমিকে রেখে আসতে।
আর যেন সে না ফিরে
শহরের এই ইট-পাথরের ঘরে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
টি ইউ রিয়াদ বলেছেন: ভালো লাগলো
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
সুমন কর বলেছেন: ভালো লাগলো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
জুন বলেছেন: আমারো এমনটাই ইচ্ছে করে সুফিয়া আপা ।
অনেক অনেক সুন্দর প্রত্যাশাময় কবিতায় ভালোলাগা ।
+
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে জুন। ভাল থাকুন সব সময়।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
হাসান মাহবুব বলেছেন: শীতে গ্রামের চমৎকার দৃশ্য উপস্থাপন করেছেন। খুব ভালো লাগলো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব আপনাকে। ভাল থাকুন সব সময়।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ আপু, শীত আমার প্রিয় ঋতু। এই শরতেই শীত নিয়ে এলেন? কবিতা খুবই সুন্দর এবং মিষ্টি হয়েছে। মনটা স্নিগ্ধ মুগ্ধতায় ছেয়ে গেল। +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৭
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। আসলে কি বলুন তো। যদিও ঋতুটা এখন শরৎ, আমরা কিন্তু প্রাণপণে অপেক্ষা করছি শীতের জন্য। মাঝে মাঝেই শীতের আগমনী ছোঁয়ায় এখনই পাচ্ছি আমরা। তাই কবিতা এসে গেল শীতকে ভেবে।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ