![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
অচেনা সকাল
এ কোন সকাল
রাতের আঁধারকে জয় করে
আমার দুয়ারে এলো ?
ভাললাগার নিমীলিত প্রহরে
যে গানে সুর উঠেছিল,
এ কোন সকাল
সেই সুরের লহরীতে
হৃদয় ভরিয়ে দিল ?
তবু এই সকালে কেন
পাখির কুজনকে
হাহাকার মনে হলো ?
এ কোন সকাল
রবির আলোকে লুকিয়ে রেখে
আমার দুয়ারে এলো ?
ভোরের স্নিগ্ধতাকে মাতিয়ে তোলে
এ কোন সকাল
আমার চারপাশে পূজার অর্ঘ্য ঢেলে দিল ?
তবু এই সকালে কেন
ফুলের সুরভিকে
কাননের বোবা কান্না বলে মনে হলো ?
এ কোন সকাল
ভালবাসার ফুল ফুটিয়ে
আমার দুয়ারে এলো ?
ভালবেসে যাকে
ঠাঁই দিয়েছিলাম মনের নিভৃত কুঠুরিতে।
এ কোন সকাল
তার ভালবাসাকে
দ্রোহের আগুনে পুড়িয়ে দিল ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
দীপংকর চন্দ বলেছেন: অত্যন্ত আন্তরিক শব্দে সাজানো লেখা!!!
অনেক ভালো লাগলো।
শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
আরণ্যক রাখাল বলেছেন: এ কোন সকাল? ভাল লেগেছে| শুভ সকাল!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
ডি মুন বলেছেন: সব কটা সকাল শুভ হোক। আনন্দে আর ভালোবাসায় অতিবাহিত হোক।
শুভেচ্ছা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ডি মুন আপনাকে। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২
হাসান মাহবুব বলেছেন: মনে হচ্ছে খুব বিশেষ কোন সময়কে নিয়ে লিখেছেন। ভালো লাগলো পড়তে। শুভকামনা রইলো।