![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
এই সেই গাছ
ফুলে-ফলে ভরেছিল একদিন।
সে সুখের ভারে নুয়ে পড়েছিল সে।
সৌরভে-গৌরবে সে ফল আজ তার
ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশে।
শুধু সেই গাছ পড়ে আছে একা
ফুলহীন-ফলহীন-ভালবাসাহীন।
তার খুঁজ কেউ নেয়না এখন।
ছায়া দিয়ে মায়া দিয়ে সেই গাছ
যে ফলকে পুষ্ট করেছিল এতদিন
অনেক বড় হয়েছে আজ সে ফল
শুধু ভুলে গেছে তারে মাকে।
একদিন ফলের ভারে নুয়ে পড়া সেই গাছ
আজ বয়সের ভারে নুয়ে পড়েছে আবার।
এখন সে ছায়া খুঁজে তার ফলের কাছে।
মায়ায় জড়িয়ে থাকতে চায় তাদের সাথে।
কিন্তু এত সময় কোথায় সেই সন্তানের ?
ছায়া দিয়ে মায়া দিয়ে আগলে রাখবে তার বাবা-মাকে ?
কেনই বা টানবে অহেতুক এ জঞ্জাল সংসারে ?
তাই সেই বৃদ্ধ গাছ, সেই বাবা-মা
অপাক্তেয় আজ সংসারে, তার ফলের কাছে।
ঠাঁই হয়েছে তাদের বৃদ্ধাশ্রমে।
যে সংসার ফুলে-ফলে সাজিয়েছিল তারা
সে সংসারের কোন কোণে জায়গা হয়নি তাদের।
তবু সেই মা, সেই বাবা, সেই বটবৃক্ষ
আজও সন্তানের সুখ কামনা করে তার পথ চেয়ে।
বৃদ্ধাশ্রমে বসে পেছনফেরা সময়ের মালা গাঁথে তারা।
সেখানেও বারবার ফিরে ফিরে আসে
তাদের ফলেভরা সংসার-সন্তান।
পত্র-পুষ্পে সুশোভিত ভালবাসার সেই দিন গুজরান।
তবু ভাল আছে তারা !
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩
আলোরিকা বলেছেন: হৃদয়স্পর্শী
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০
দীপংকর চন্দ বলেছেন: তবু ভাল আছে তারা !
মন আদ্র হলো আপনার লেখায়!!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩
সুফিয়া বলেছেন: আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ।
৪| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ।
৫| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো।
খুঁজ!
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
তার খুঁজ কেউ নেয়না এখন- খোঁজ হবে।
শুভেচ্ছা।