![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
রাস্তাটা শেষ হয়েছে গলির মুখে
গলিটা শেষ হয়েছে বাড়ির গেটে
কিন্তু শেষ হয়না আমাদের পথচলা।
সেই যে চলেছি
চলেছি তো চলেছিই
কোন অনাদিকালের পৃষ্ঠাংকিত কাঁদামাটির পথ হেঁটে,
মেঠোপথের ঘাসফুল মাড়িয়ে।
তারপর শহরের অলি-গলি-রাজপথ।
কিন্তু চলা তো থামেনা !
এভাবে চলেছি তুমি, আমি, আমরা সবাই।
আমাদের সঙ্গী হয়েছে বয়ে যাওয়া নদী,
বেগবান বাতাস,
অঙ্কুরিত শস্যদানা,
শ্যামল বনভূমি,
বনের পাখি,
মোনালিসার ছবি,
ফুলের গন্ধমাখা সময়ের আকুতি,
বন্ধুর দেয়া ভালবাসার অঞ্জলি,
এক ঝাঁক কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী,
ভিক্ষের থালাহাতে সখিনা বিবি,
উদোম গায়ে একদল শিশু।
ওরাও সঙ্গী আমাদের পথ চলার।
সবাই মিলে ভিন্নজাতিক এক মিছিলে
মানুষ আমরা শেষহীন আকাঙ্খার প্রতিচ্ছবি।
আমাদের এ চলায় নেই কোন বিরতি।
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
সুমন কর বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন?
তবুও চলতে হবে...... !!
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
সুফিয়া বলেছেন: হ্যাঁ, তবু চলতে হবে।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
আরণ্যক রাখাল বলেছেন: অন্ত্যবিহীন পথে চলাই জীবন
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
হাসান মাহবুব বলেছেন: অয় অয়। কবিতা সৌন্দর্য হৈছে।
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
অর্বাচীন পথিক বলেছেন: কোন অনাদিকালের পৃষ্ঠাংকিত কাঁদামাটির পথ হেঁটে,
মেঠোপথের ঘাসফুল মাড়িয়ে।
তারপর শহরের অলি-গলি-রাজপথ।
কিন্তু চলা তো থামেনা !
-- বরাবরের মতই সুন্দর হয়েছে আপু
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
রুদ্র জাহেদ বলেছেন:
মানুষ আমরা শেষহীন আকাঙ্খার প্রতিচ্ছবি।
আমাদের এ চলায় নেই কোন বিরতি।
সত্যি আমরা জানা-অজানা অন্তহীন এক পথ চলছি...
কবিতা খুব ভালো লাগল
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ জাহেদ আপনাকে। ভাল থাকুন।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: সুফিয়া ,
হুমমমমমম পথ চলতে চলতে আমার ঘরেও একটু ঢুঁ মেরে এলেন , বসলেন না । তাই দেখতে এসেছি কদ্দুর গেলেন ।
আসলেই মানুষ অন্তহীন এক পথের যাত্রী । এ চলায় গন্তব্য যেমন নেই , তেমনি নেই আকাঙ্খার শেষ .....
২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++
২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ১৩ ই জুন, ২০১৭ ভোর ৫:৫৩
মিঃ আতিক বলেছেন: একটি সুন্দর কবিতা পড়লাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাবনাময় ভাবনা। আমরা 'শেষহীন আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি'।