নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

আমারও খুব মন চায় ...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

আমারও খুব জনপ্রিয় হতে মন চায়।

শুধু কাজ নিয়ে থাকতে মন চায়।

সবার সাথে একমত হতে মন চায়।

কোন বিরোধে না যেতে মন চায়।

স্মার্ট হতে মন চায়।

লিবারেল হতে মন চায়।

প্রগ্রেসিভ হতে মন চায়।

সবাইকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখতে মন চায়।

দেশের সব ইস্যুর সমাধান চাইতে মন চায়।



তবে এই সবকিছুর আগে -

- নিরপরাধ জনগণ, নারী ও শিশু গণহত্যাকারী ও গণধর্ষনকারীদের দের ফাঁসি দেখতে মন চায়।

- স্বাধীনতা বিরোধী শক্তি এ দেশ থেকে বিলুপ্ত হবে - সেটা দেখতে মন চায়।

- ধর্মব্যবসায়ীদের ঝেটিয়ে বিদায় করে - ঘরে ঘরে প্রকৃত শান্তির ধর্ম দেখতে মন চায়।



আমার এ লিমিটেশন - ছিল, আছে, থাকবে।

আপনার এ নিয়ে অসুবিধা থাকলে - মুড়ি খান। তবে সন্তর্পণে খান, বেশি শব্দ করে ডিস্টার্ব করবেন না।

শব্দ করলে থাবড় খাইতে পারেন।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নের মানুষ বলেছেন: ভালো++++++++++++






আশা করি এইখানে লিখবেন চ্যাঁট ব্লগ ফোরাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.