নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

গণমাধ্যমের বন্ধুদের বলিহারি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বায়তুল মোকাররম আক্রমনের খবর দিচ্ছে আমার গণমাধ্যমের বন্ধুরা।

কি দিচ্ছে খবর?

কেন দিচ্ছে এরকম খবর?

ধর্মের সুড়সুড়ি না জাগালে কি টিআরপি বাড়ে না।



ইসলামপন্থি দল, মুসল্লি - এসব কি ভাষা?



আরে বাবা আক্রমণ করেছে যারা - তারা জামাত, শিবিরের ক্যাডার।

ওলামা মাশায়েক এর, হেফাজতে ইসলাম - নামে জামাত-শিবিরের সন্ত্রাসীরা।



তারা মুসল্লি না।

দয়া করে বারবার মুসল্লি, মুসল্লি বলে গলা ফাটাবেন না।

ওরা যা, তাই বলুন।

ওরাও খুশি হবে। মুসল্লিদেরও দুর্নাম হবে না।



**** যার যে সাংবাদিক বন্ধু এখানে কাজ করছে তাকে দয়া করে বিষয়টি বোঝান *****



দ্রষ্টব্য : জামায়াতে ইসলাম কে - নিন্দুকেরা কেউ কেউ - জামাঈ জেহাদে ইসলাম / জামা(কাপড়)তে ইসলাম বলে। ওদের কথায় কান দেবার দরকার নাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

রিনকু১৯৭৭ বলেছেন: আমার অন্যকরম অনুরোধ। পাকিস্তান আমলে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানী পাকিদের সাথে কাজ করেছিল এবং ৭১ এর যুদ্ধে পাকিদের সমর্থন যুগিয়েছিল তাদেরকেও বর্জন করা হউক। তাদের পন্য ব্যবহার করা থেকে দূরে থাকি আমরা বাঙ্গালীরা

২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সৈয়দ শমশের বীন মুর্তজা বলেছেন: জামায়াতে ইসলাম কে - নিন্দুকেরা কেউ কেউ - জামাঈ জেহাদে ইসলাম / জামা(কাপড়)তে ইসলাম বলে। ওদের কথায় কান দেবার দরকার নাই। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.