নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

এখনই হেফাজতের রাইট টাইম

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

এখনই সময় !!!

এখন হেফাজতে - জামাত-শিবির - নামে একটা ব্যানার খোলা হোক।

হজরত ফরহাদ মাজহার, আসিফ নজরুল, পিয়াস করিম দের নেতৃত্বে হবে না।

আর একটু নিরপেক্ষ লাগবে। যারা এখনই, কাপড় পুরোটা খোলেন নি।



যেখানে - আমাদের সুশীল তেনা সৈনিকরা - দলে দলে যোগদান করে, দো জাহানের অশেষ... করবেন।

তারাই পারবে, যাদের - যুদ্ধঅপরাধির বিচার, জামাত নিষিদ্ধ, মৌলবাদ নির্মূলের কথা শুনলেই - হঠাৎ নিরপেক্ষ হতে ইচ্ছে করে।

তাদেরই হতে হবে, যারা - মানবতা, ইমপ্যাক্ট, জনমত, লেভেল প্লেয়িং গ্রাউন্ড, টান্সপারেন্সি, ইন্টারন্যাশনাল - ইত্যাদি বলে তেনা পেঁচানো শুরু করেন (আরও কি সব জানি ইংরেজি শব্দ কয়, অত বুঝি না)।



সকল শর্ত পূরণ হলে, আমি এই উদ্যোগের শুরুতে কন্ট্রিবিউট করতে চাই।

আমি - একটি ডিজিটাল ব্যানার, একটি ডোমেইন, সিএমএস দিয়ে একটি ওয়েবসাইট - স্পন্সর করতে রাজি আছি।



তাতে আমার লাভ?

চক্ষের শান্তি, আর কিছু না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

এম. মাসুদ আলম. বলেছেন: আমারেও সাথে রাইখেন। =p~

২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

যোগী বলেছেন: আমি ঐ ব্যানারে নাম লেখাইতে চাই সাথে রাইখেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.