![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের কূটনৈতিক কৌশলসমূহ দেখলে মাঝেমাঝে আমার হাসি পায়।অন্যদিক দিয়ে এজন্য সরকারকে ধন্যবাদ দিতে মন চায় যে,তারা আসলেই রাজনীতির মাঠে অনেক দক্ষ।সরকার র'য়ের সিদ্ধান্ত বাস্তবায়ন তথা ধর্মনিরেপক্ষ রাষ্ট্র প্রতিষ্টার লক্ষ্যে খুব শিঘ্রী রাষ্ট্রধর্ম বাতিল করতে যাচ্ছে।যার কারণে দেশের আগামী রাজনৈতিক বাতাস সরকারের জন্যে অনেকটা বৈরী হবে।দেশের সাধারণ ইসলামপ্রিয় জনগনের আন্দোলনকে মিড়িয়া থেকে দূরে সরিয়ে রাখতে আগে থেকেই তনু হত্যা সাঝিয়ে বাম সংগঠন দ্বারা তনু হত্যার বিচারের জন্য আন্দোলনের মাঠ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে।যার ফলশ্রুতিতে মিড়িয়া শাহাবাগ আন্দোলন নিয়ে ব্যস্ত থাকবে।রাষ্ট্রধর্ম পূনঃবহাল রাখার আন্দোলনে এক তনুর বিপরীতে হাজার হাজার মুসলমানের মৃত্যু মিড়িয়া ফোকাস করবেনা।যেকারণে সরকার রাষ্ট্রধর্ম অনেকটা সফলভাবেই মুছে দিতে সক্ষম হবে বলে সরকারের ভাবনা।
মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আপনি একদিক দিয়ে যেমন ক্রীড়া প্রিয়,বাচ্ছাদের যেমনি ভালোবাসেন তেমনি ইসলামকেও অনেক ভালোবাসেন,আপনি নিজেও অনেক ধার্মিক।আপনি শিক্ষাব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তা অস্বীকার করার উপায় কারো নেই।কাজেই আপনি এমন কোন সিদ্ধান্ত নিবেননা যা ইসলামের জন্য ক্ষতিকর ।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৯
সুজন কুতুবী বলেছেন: দেখি উনি কী করেন ।
৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২
মাঘের নীল আকাশ বলেছেন: ইসলাম রাষ্ট্রধর্ম হলে আমদের কী কী সুবিধা হবে, তাহলে রাষ্ট্রের কি মুসলমানী করাতে হবে?...আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করতে চাচ্ছি তো, তাই জিজ্ঞেস করলাম!
৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০
সুজন কুতুবী বলেছেন: রাষ্ট্রের মুসলমানি দেওয়ার দরকার নেই । তবে কিছু অবিবেচক মুসলমানের মানষিক মুসলমানি হয়ে যাক । যে দেশে ৯৫ শতাংশ মুসলমান সে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম না হয়ে কি অন্যধর্ম হবে ???
৫| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪
মির্জা রাসেল বলেছেন: হুম...... রাষ্ট্র নামাজ পরলে সবার আদায় হয়ে যাবে, রাষ্ট্র রোযা রাখলেই চলবে (সিয়াম সাধনা) । বাচাঁ গেলে সব দায়িত্ব এখন রাষ্ট্রের.
৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৯
সুজন কুতুবী বলেছেন: রাসেল সাহেব, তা আপনার ভুল চিন্তা ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১০
বিজন রয় বলেছেন: তার উপর ভরসা রাখুন।