নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথাও শান্তি নাই তবু শান্তিতেই নোবেল দেয়া হচ্ছে প্রতিবছর !!

মোঃ শরিফুজ্জামান সুজন

যা বশে আনা সম্ভব নয় তা ধ্বংস করে দিতে হয়।

মোঃ শরিফুজ্জামান সুজন › বিস্তারিত পোস্টঃ

​Dunkirk (2017) অসাধারণ সিনেমাটোগ্রাফি ও সাউন্ড এফেক্টের :মুভি রিভিউ

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের ডানকার্কে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সার্ভাইবাল অপারেশন নিয়ে তৈরি হয়েছে এটি।



তিন বছর অপেক্ষার পর ডানকার্ককে নিয়ে পর্দায় হাজির হয়েছেন নোলান। স্বাভাবিকভাবে সবারই এক্সপেক্টেশন অনেক ছিলো। নোলান আগেই বলে দিয়েছিলেন যে, ডানকার্ক কোনো কমপ্লিট ওয়ার মুভি না। এটা একধরনের সার্ভাইবাল মুভি, সেই সময়টাকে নিজের মধ্যে অনুভব করার মতোন মুভি। যারা সামনে মুভিটা দেখবেন তাদের জন্য বলি, 'সেভিং প্রাইভেট রায়ান' কিংবা হালের 'হ্যাকস রিজ' এর মতো মুভি দেখার এক্সপেক্টেশন নিয়ে 'ডানকার্ক' দেখতে বসবেন না। 'ডানকার্ক' সকল প্রকার ওয়ার মুভি থেকেই আলাদা।
স্টোরি-লাইন সম্পর্কে বলার কিছুই নেই। কারণ একদম ঐতিহাসিক সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে ডানকার্ক। ডানকার্ক এমনিতেই নিজের রঙে রঙিন। শুধু দরকার ছিলো সেই সময়টাকে পারফেক্টভাবে দর্শকদের সামনে তুলে ধরার। আর সেটাই করে দেখিয়েছেন নোলান।


নিজের প্রথম মুভি হিসেবে হ্যারি স্টাইলস দারুণ অভিনয় করেছেন। স্ক্রিণ-টাইমও ভালোই পেয়েছেন। টম হার্ডির বরাবরের মতোই অনবদ্য। পুরো মুভিতে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাঁর পুরো চেহারা দেখা গিয়েছে। বাকিসময় এয়ারফোর্সের পাইলট হিসেবে শুধু একজোড়া চোখ আর ভ্রূ দিয়েই পর্দা কাঁপিয়ে দিয়েছেন। অভিজ্ঞ হিসেবে কেনেথ ব্রানাহ, মার্ক রাইল্যান্স, কিলিয়ান মার্ফি একদম পার্ফেক্ট। ডানকার্কে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে ফিওন হোয়াইহেড এর অভিনয়। পুরো মুভিতে সংলাপ খুব কম থাকলেও শুধু এক্সপ্রেশন আর অভিনয় দিয়েই সেটা পুষিয়ে দিয়েছেন কাস্টিং সকলে।
পুরো মুভিতে সিনেমাটোগ্রাফি ছিলো দেখার মতোন। সিনেমাটোগ্রাফির জন্য এবার Hoyte Van Hoytema অস্কার পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
নোলানের মুভির প্রাণ কি? অবশ্যই এবং অতি অবশ্যই হ্যান্স জিমারের মিউজিক। একদম এক্সপেক্টেশন লেভেলকে ছাড়িয়ে গেছেন জিমার। মুভির প্রত্যেকটা সিনের সাথে জিমারের ব্যাকগ্রাউন্ড! একদম পার্ফেক্টলি সিংক করেছে। আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো জিমারের মিউজিকে। এই ফিল পিসির ছোট স্ক্রীণে কখনোই পাওয়া সম্ভব না। এবারের অস্কার বাগানোর তুমুল সম্ভাবনা রয়েছে হ্যান্স জিমারের।

নোলানের ড্রিম প্রজেক্ট হিসেবে সবাই জানে 'ইনসেপশন' কে। অনেকেই হয়তো জানেন না যে 'ডানকার্ক' ও নোলানের আরেক ড্রিম প্রজেক্ট। ১৯৯২ সালে স্ত্রীকে নিয়ে ফ্রান্সের ডানকার্কে বেড়াতে যাওয়ার সময় থেকেই তাঁর ইচ্ছা ছিলো ডানকার্ককে নিয়ে মুভি বানানোর। প্রায় ২৫ বছর পর তাঁর ইচ্ছা পূরণ হলো। একদম আসল ডানকার্ক বিচে গিয়েই প্রায় পুরোটা ফিল্ম শ্যুট করেছেন নোলান। কোনো VFX এর কারিকুরি নেই। ১৯৪০ এর সেই সময়কার ডানকার্ককে একদম সরাসরি যেনো পর্দায় উপস্থিত করেছেন তিনি।
সবমিলিয়ে ১০৬ মিনিটের মুভির পুরোটা সময় উপভোগ্য। 'ডানকার্ক' কিংবা নোলান অস্কার পাবে কি-না সেটা সময়ই বলে দেবে। তবে ডানকার্ককে আমার শুধু মুভি মনে হয়নি, মনে হয়েছে এক পার্সোনাল এক্সপেরিয়েন্সের মতো। ডানকার্ক, যে ঘটনা হয়তো পাল্টে দিয়েছে পুরো বিশ্বের ভাগ্য!

সবার কাছে একটাই অনুরোধ, যাদের সময় এবং সুযোগ আছে অবশ্যই সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারে গিয়ে ডানকার্ক দেখবেন। ডানকার্কের মজা ল্যাপটপ বা পিসির ছোট স্ক্রীণে নেই। :)
My Rating: 10/10 (ডানকার্ক আমার একপেক্টেশনের সাথে পুরোপুরি মিলে গেছে দেখে পার্ফেক্ট টেন!)

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: চমৎকার রিভিউ। অবশ্যই সময় করে দেখবো।

+।

২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: দেখতে পারেন সত্যিই অসাধারন করেছে। মন্তব্যের জন্যে ধন্যবাদ ভাই।

৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৮

হয়ত তোমারই জন্য বলেছেন: হা চমৎকার রিভিউ ৷ধন্যবাদ লেখক ৷

৪| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩১

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকেও - :P B-) ;)

৫| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭

চিটাগং এক্সপ্রেস বলেছেন: দেখার অপেক্ষায় রইলাম । তবে সিনেপ্লেক্সে দেখা সম্ভব না।

৬| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:১১

ঘুমের ঘোরে বলেছেন: নোলানের মুভি মানেই অন্য রকম কিছু । সময় করে দেখতে হবে ।
সুন্দর একটা রিভিউ এর জন্য ধন্যবাদ ।

৭| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৩২

হাসান রাজু বলেছেন: interstellar দেখে নোলান ভক্ত হয়েছিলাম। এটাতো দেখবই।

৮| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৪

হাসান রাজু বলেছেন: " অবশ্যই সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারে গিয়ে ডানকার্ক দেখবেন। ডানকার্কের মজা ল্যাপটপ বা পিসির ছোট স্ক্রীণে নেই। "

শেষটায় হতাশ করে দিলেন :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.