নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথাও শান্তি নাই তবু শান্তিতেই নোবেল দেয়া হচ্ছে প্রতিবছর !!

মোঃ শরিফুজ্জামান সুজন

যা বশে আনা সম্ভব নয় তা ধ্বংস করে দিতে হয়।

মোঃ শরিফুজ্জামান সুজন › বিস্তারিত পোস্টঃ

আমরা যারা অনলাইনের ফাঁদে পরে সময় অপচয় করি লিখাটা তাদের জন্য

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

যারা ইউটিউব এ randomly video দেখতে থাকেন, আর ফেসবুকে স্ক্রল করতে থাকেন অচেতনভাবে, আর সময়ের অপচয় করেন তাদের জন্য লিখাটা৷

সময় চলে গেলে সেটা কখনো ফিরে পাবেন না।আমরা অযথা অনেক সময় নষ্ট করে ফেলি, আর প্রযুক্তির এই যুগে আপনাকে, আমাকে ফাঁদে ফেলাতে একটা স্মার্টফোন ই যথেষ্ট।

আপনি যদি প্রতিদিন ৫-৬ ঘন্টা ফেসবুক/ইউটিউব / অথবা অন্য কোন সোশাল মিডিয়াতে সময় নষ্ট করেন। বছর শেষে আপনার কত ঘন্টা নষ্ট হয় জানা আছে?

ধরলাম ৫ ঘন্টা প্রতিদিন , তাহলে, এক মাসে ৩০×৫ =১৫০ ঘন্টা, বার মাসে ১২×১৫০=১৮০০ ঘন্টা অর্থাৎ (১৮০০÷২৪)= ৭৫ দিন। বছর ৩৬৫ দিনের হলে আপনার আর বাকি থাকে (৩৬৫-৭৫)=২৯০ দিন।

এমনিতে আমরা জীবনের ৩ ভাগের ১ ভাগ সময়ই ঘুমিয়ে কাটায়ে দিই। আপনার বয়স যদি ২৫ বছর হয়, আর আপনি যদি আপনার ২০ বছর বয়স থেকে প্রতিদিন ৫ ঘন্টা সময় এইরকম নষ্ট করেন।

৫ বছরে আপনার নষ্ট হবে (৫×৭৫)=৩৭৫ দিন অর্থাৎ ১ বছর ১০ দিন নষ্ট । একটু ভাবেন। প্রতিদিন ৬-৭ ঘন্টা ঘুমালে আর মোবাইলে ৫ ঘন্টা ব্যয় করলে, তারপর অন্যান্য খাওয়া, গোসল এইগুলো তো আছেই৷ ২৪ ঘন্টার ১৩-১৪ ঘন্টা ব্যয় হয়ে যায়৷ বলা যায় জীবনের ৩ ভাগের ২ ভাগ নষ্ট হয়ে যায়।


মোবাইল কত সময় ব্যবহার করলেন, কোন apps এ কত সময় ঢুকলেন সেইটা জানার জন্য playstore এ একটা app আছে। আমি সেইটার স্ক্রিনশট দিতেছি। যাদের প্রয়োজন ডাউনলোড করে নিয়েন।

আবার এখন কিছু মোবাইল আছে এই Apps এর সুবিধা গুলো মোবাইলের সিস্টেমের সাথেই Add করা থাকে।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

আমি সাজিদ বলেছেন: @চাঁদগাজী সাহেব, কেন? অপচয় হতে যাবে কেন? উনি তো ভালো কথা লিখেছেন

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩

রোকনুজ্জামান খান বলেছেন: ইন্টারনজেট বা ভার্চুয়াল মিডিয়া গুলো অলিখিত ভাবে আমাদের সময় গুলো কিনে নিয়েছে, কোন রকম মূল্য ছাড়াই।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৪

রোকনুজ্জামান খান বলেছেন: ইন্টারনেট বা ভার্চুয়াল মিডিয়া গুলো অলিখিত ভাবে আমাদের সময় গুলো কিনে নিয়েছে, কোন রকম মূল্য ছাড়াই।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পোষ্ট পড়ি না বড় লেখা বলে।ছোট ছোট মন্তব্য পড়ি,বড় মন্তব্য পড়ি না।অল্প কিছু ছোট মন্তব্য করি।আমার অনেক সময় বেঁচে যায়।কোন একটা উপায় থাকলে বলুন।

যখন করোনা ছিল না বড় মার্কেটে,পার্কে,লেকের পাড়ে ঘুরে ঘুরে সময় কাটাতাম,এখন সবকিছু বন্ধ।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: উপায় আমার কাছেও জানা নেই

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে একমত নই।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: প্রতিটি কাজেই দুটি দিক থাকে একটা ভালো আবার আরেকটা খারাপ

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫১

কালো যাদুকর বলেছেন: একদম ভুল হিসাব, অবশ্য এটা আমার একান্ত মতামত। ২০ বছর আগে কেউ ৫ ঘন্টা নেটে নস্ট করত না। এখন করে। কাজেই এটা সমানুপাতিক হিসেবে গেসটিমেট করা যাবে না।
তবে এটা ঠিক নেটে এখন অনেক সময় নস্ট হয়।
এই যেমন এই কমেন্টেও সময় গেল।
ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৮

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: হয়তো, এটা আমারও একান্ত মতামত

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪২

এম এ হানিফ বলেছেন: এই অ্যাপসগুলোতে আপনি কিভাবে সময় কাটালেন সেটা গুরুত্বপূর্ণ। যদি আজে বাজে কিছু দেখে সময় ব্যয় করেন তবে আপনার কথার সাথে একমত কিন্তু যদি এই অ্যাপস গুলোকে আপনি সঠিক ব্যবহার করেন তাহলে এটাকে ঠিক সময় নষ্ট বলা যায় না। নিজেকে জানার ও নিজেকে তৈরি করারও একটা প্লাটফর্ম এগুলো।


আপনার পোষ্টের জন্য ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৫

মেহেদি_হাসান. বলেছেন: এই ফিচারটি আমার মোবাইলেই আছে

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১০

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: এখন অনেক মোবাইলে দেওয়া থাকে

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

পদ্মপুকুর বলেছেন: যাব্বাবাহ! এই পোস্ট পড়তে গিয়ে আরও ৮-১০ মিনিট অপচয় হয়ে গেলো.....!!

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১০

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৩

মিরোরডডল বলেছেন:



এটা কমপ্লিটলি ডিপেন্ড করে কে কিভাবে অনলাইনে সময় কাটায় । যে কোনকিছুর ভালো মন্দ দুটো সাইড থাকে । এখন কেউ যদি ভালোটা না নিয়ে মন্দটা গ্রহণ করে, তাহলে সে অনলাইনে না এসেও অকাজে সময় অপচয় করতেই পারে । অনলাইন বা অফলাইন সেটা বিষয় না, প্রয়োজনের অতিরিক্ত অকারণ অকাজে সময় নষ্ট করা ঠিক না , সেটা একটা বিষয় হতে পারে ।

আমি ফেসবুকে সেরকম একটিভ না কিন্তু ব্লগে অথবা ইউটিউবে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করি । অনেক কিছু জানার এবং শেখার আছে । আর জীবন মানে শুধুই কাজ, দায়িত্ব, কর্তব্য আর জ্ঞানচর্চা না । এগুলো পার্ট অভ লাইফ , ঠিক একইভাবে এন্টারটেইনমেন্টও জীবনের অংশ যেটা আমাদের মনের ক্ষুধা মেটায় । অবসর সময়ে কেউ খেলাধুলা করে, কেউ বা বই পড়ে আবার কেউ অনলাইনে সময় কাটায় । নো ম্যাটার হোয়াট, এট দ্যা এন্ড অভ দ্যা ডে হ্যাপিনেস ইজ ইম্পর্ট্যান্ট সেটা যে যেভাবে খুঁজে নেয় ।



১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১১

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ

১২| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত

স্যরি, আপনি আমার মন্তব্যের শেষে !! ধরতে পারেননি। মজা করেছিরে ভাই, :-B আপনার দুঃখিত হওয়ার কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.