নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথাও শান্তি নাই তবু শান্তিতেই নোবেল দেয়া হচ্ছে প্রতিবছর !!

মোঃ শরিফুজ্জামান সুজন

যা বশে আনা সম্ভব নয় তা ধ্বংস করে দিতে হয়।

মোঃ শরিফুজ্জামান সুজন › বিস্তারিত পোস্টঃ

ধ্বংসের মূল

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৮

টাকা ধ্বংসের মূল।
নেশা ধ্বংসের মূল।
নারী ধ্বংসের মূল।

দুনিয়ার সব কিছুর দোষ আছে, কেবল মানুষ বিশেষত আমাদের ছেলেদের কোন দোষ নেই!!

মাইনের টাকার ৮০% পতিতালয়ে খরচা করে, ছেলের টিউশনির পয়সা দিতে পারছেন না, দোষটা বারবনিতার নয়, আপনার!!
অফিসের "রেণুর" বিভাজিকা দেখে কাত হয়ে ঘরের "মিনুকে" ত্যাগ করার চিন্তা যদি "সলিলের" মনে জাগে তবে দোষ "সলিলের" ইয়ের, মানে "চরিত্রের"। (রেণুকে আপিস শুদ্ধু সক্কলে দেখছে.. তাদের সংসার ভাঙে না কেন?!!!)

ঘুষ খাবার জন্যে বউয়ের গয়নার দাবীকে দোষ দেবার আগে মনে রাখুন যে বউ আপনাকে চুরির পরামর্শ দিচ্ছে তাকে বিবাহবিচ্ছেদ করাটা ঠিক কি না! তিনি আপনার সন্তানদের কি শেখাবেন?!

বেহেড মাতাল হয়ে গাড়ি চালালে বিপদের সম্ভাবনা বেশি জেনেও চারটি লার্জ মেরে গাড়ি চালাতে চালাতে স্বর্গে প্রস্থান করলে দোষ রাস্তার গর্তের নয়।

নিজের শিরদাঁড়া সোজা রাখুন।

মাত্রাজ্ঞান ও বিবেক কে জাগ্রত রাখুন।

দেখবেন, নারী, মদ, ক্রোধ, লোভ, পাশের বাড়ির সেন্টুর গাড়ি, স্কুল ফ্রেন্ডের রোলেক্স, পাঁচু বাবুর হাঁটুর বয়সী বউয়ের কিস্যু আপনাকে ধ্বংস করতে পারবে না!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



এই পোষ্টের জন্য আপনাকে ২০২০ এর সেরা ব্লগার উপাধি দিতে চাচ্ছি, আপনার আপত্তি আছে?

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: তাহলেতো ভাই আমি ধন্য তাও আপনার দেওয়া উপাধি

২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে?

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: ভাই আমার এই একটা জায়গাতেই প্রবলেম রাতে ঘুম হয়না

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টাকা, নারী ও নেশা থেকে দুরে থাকুন।মা এবং বোনকে কি করবেন?

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: ভাই-রে আমরা আজ যেগুলো নেশা হিসেবে ব্যবহার করছি, একটু খেয়াল করলে দেখবে ওই গুলো আবার চিকিৎসা + গবেষণার কাজেও ব্যবহার হচ্ছে, তেমনি ভাই আপনার ইচ্ছে + রুচির উপর সব কিছু নির্ভর। ধন্যবাদ ভাই।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:০৭

রাবেয়া রাহীম বলেছেন: নারী যেমন সৃষ্টির সূচনা তেমনি নারী ধ্বংসেরও সূচনা। নারীতেই শুরু আবার নারীতেই শেষ।

ভালো লাগলো লেখাটি।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: যার বুদ্ধি-বিবেক আছে সে কখনো ধ্বংস হবে না।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪০

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: মাঝে মাঝে সবার আগে বুদ্ধি আর বিবেকবান মানুষেরই ধ্বংস হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.