![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা বশে আনা সম্ভব নয় তা ধ্বংস করে দিতে হয়।
আইনস্টাইন এবং মিঃ বিন পাশাপাশি সীটে বসে আছেন দীর্ঘ রাস্তা পাড়ি দেয়ার পথে আইনস্টাইন বললেন, চলো ১টা গেম খেলি।
আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যদি তুমি উত্তর দিতে না পার তবে তুমি আমাকে ৫ ডলার দিতে হবে; আর আমি যদি না পারি তবে আমি তোমাকে ৫০০ ডলার দিবো।
আইনস্টাইন প্রথম প্রশ্ন করলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
মিঃ বিন কোনও উত্তর দিলেন না, তার পকেট থেকে ৫ ডলার দিয়ে দিলেন। এবার মিঃ বিন এর প্রশ্ন করার পালা, সে আইনস্টাইনকে প্রশ্ন করলো কি ৩ পায়ে পাহাড়ে যায় এবং ৪ পায়ে নেমে আসে?
আইনস্টাইন ইন্টারনেট সার্চ দিলো এবং তাঁর মেধাবী সব বন্ধুদের কাছে জানতে চাইল। এক ঘণ্টা পর তিনি মিঃ বিনকে ৫০০ ডলার দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো কি ৩ পায়ে পাহাড়ে যায় এবং ৪ পায়ে নেমে আসে?
মিঃ বিন তার পকেটে হাত দিলেন এবং আইনস্টাইনকে ৫ ডলার দিয়ে বললেন, "আমিও জানি না"!
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩১
মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: ভাই হাসি না আসলেও চালাকিটা কিন্তু ভালো ছিলো
২| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১৩
হাসান ইমরান বলেছেন:
আলবার্ট আইনস্টাইনের মৃত্যু ১৯৫৫ সালের এপ্রিল মাসে। ঠিক একই বছর ১৯৫৫ সালের জানুয়ারিতে জন্মেছেন মিঃ বিন খ্যাত রোয়ান সাবেস্টিন এটকিন্সন। রাজিব নুরকে দেয়া উত্তরে মনে হচ্ছে আপনি ধরে নিয়েছেন ঘটনাটা সত্য।
আর আপনি যদি জেনেশুনেই লিখে থাকেন, তারপরও বলবো যে আপনার নাম নির্বাচন ভুল ছিল।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: না হাসি পায় নি।