![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা বশে আনা সম্ভব নয় তা ধ্বংস করে দিতে হয়।
জীবনে বেশি দুশ্চিন্তা, চাপ নিয়ে লাভ কী?৷ যদি এভাবে চিন্তা করি --
বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান,
বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান,কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবেনা...
বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়না...
বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট,বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন, ছোট একটি রুম হলেই আপনার চলে...
বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা...
বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই, আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা...
বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না।
পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা...
জীবনের মানে টা এতটুকুই... এর বেশি কিছুই না... এতো চাপ নিয়ে,লোভ করে,মানুষের ক্ষতি করে লাভ কি?
নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন,অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন।
সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।
ছবির মত মগজটারে পরিস্কার করে ফেলুন।
আগামী দিনটা আপনার জন্য আনন্দময়।
২| ০৮ ই মে, ২০২১ রাত ১:২৫
রাজীব নুর বলেছেন: চিত্ত বিনে বিত্তে আশ, এতেই তার পূর্ণ শ্বাস ।
৩| ০৮ ই মে, ২০২১ রাত ২:৫৫
কামাল১৮ বলেছেন: ৭৫ পর্যন্ত অভিজ্ঞতা আছে।চাকরি করিনি তাই মিলাতে পারছিনা।
৪| ০৮ ই মে, ২০২১ রাত ৩:১৮
জটিল ভাই বলেছেন: লাভ নেই বলেইতো সবাই লাভ খোঁজে
৫| ০৮ ই মে, ২০২১ সকাল ৯:০৪
শেরজা তপন বলেছেন: লেখাটা সম্ভবত আমি আগে পড়েছি অন্য কোন মিডিয়াতে। এটা কি আপনার মৌলিক লেখা?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২১ রাত ১২:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ সুন্দর কথামালা ।
সকলেই ভেবে দেখতে পারেন ।
তবে ৪০, ৫০ আর ৬০ এর
বিষয়ে কথামালায় একমত
হতে পারলামনা ।
উচ্চ শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে বয়সের কোন
সীমারেখা নেই ।
আজকের দিনে মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে
৫০ বলতে গেলে এখন জীবনের মধ্য গগন ।
আর অসসরের বয়স এখন পেশা ভেদে ৬৫ ছাড়িয়ে গেছে ।
যাহোক আপনার চিন্তা ভাবনার প্রতি সাধুবাদ রইল ।