নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

ভারতকে হারিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯

দ্বিতীয় বলেই চার, প্রথম দুই বলে ৬ রান। ১৪৯ রানের লক্ষ্যে দারুণ শুরু তো বটেই।কিন্তু সে আনন্দ মিইয়ে দিতে দেরি করেননি লিটন দাস। প্রথম ওভারেই শেষ
তাঁর চার বলে ৭ রানের ইনিংস। এ ধাক্কা সামলে নিয়েছিল বাংলাদেশ। শেষের ঝড়ের জন্য সামলে নেওয়াটা ভালই কাজে
লেগেছে। একদম শেষ মুহূর্তে মুশফিকের দারুণ ফিনিশিং ইতিহাস গড়া এক জয় এনে দিল বাংলাদেশকে। সাকিব তামিমবিহীন এক দলই ভারতের বিপক্ষে টি-
টোয়েন্টিতে প্রথম জয় এনে দিল বাংলাদেশকে। ৩ বল থাকতে ৭ উইকেটের জয় বাংলাদেশের।
অভিষিক্ত মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার প্রথম 6 ওভারে ৪৫ রান এনে
দিয়েছেন। জয়ের জন্য প্রয়োজনীয় গতিতেই তখনো এগচ্ছিল বাংলাদেশ। কিন্তু
যুজবেন্দ্র চাহাল বোলিংয়ে এসেই বদলে
দিলেন সব। ২৮ বলে ২৬ রান
করে ফিরলেন নাঈম। ৫৪ রানে দ্বিতীয় উইকেত হারাল বাংলাদেশ।
চাহালের লেগ স্পিন থেকে রানই বের করতে পারছিলেন না মুশফিকুর
রহিম ও সৌম্য। এর মাঝে একটি জোরালো এলবিডব্লুর আবেদন উঠেছিল মুশফিকের
বিপক্ষে। আম্পায়ার তাতে সাড়া দেননি, ভারতও রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলেই ড্রেসিংরুমে ফিরতে হতো মুশফিককে।সাবেক অধিনায়কের রান তখন ৬ (৮ বলে),
বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬১। চাহালের প্রথম দুই ওভারে মাত্র ২ রান
তুলতে পেরেছে বাংলাদেশ। ১০ ওভার
শেষে ২ উইকেটে ৬২ রান। বাকি সময়ে দরকার ৮৭ রান। সেটা ৫ ওভারে নেমে
এল ৫০-এ। হাতে তখনো ৮ উইকেট। ৩৪ রানে সৌম্য আছেন এক প্রান্তে, অন্যপ্রান্তে ২৮ রানে মুশফিক। টি-টোয়েন্টিতে
এমন পরিস্থিতিতে ব্যাটিং দলই এগিয়ে
থাকে।
১৬তম ওভারে মাত্র ৬ রান আসায় চাপ সৃষ্টি হয়েছিল। খলিল আহমেদের প্রথম বলেই হুক করে ছক্কা মারলেন।
কিন্তু পরের দুই বলেই আবার ডট। পরের দুই বলে তিন রান এল। ষষ্ঠ বলেই আবার
হতাশায় ডুবল বাংলাদেশ।উইকেটের পেছনে বল পাঠাতে গিয়ে গতিতে বিভ্রান্ত হয়ে বোল্ড সৌম্য। ৩৫ বলে ৩৯ রানের
ইনিংসে দুই ছক্কার সঙ্গে এক চার ছিল তাঁর। ১৮তম ওভারের তৃতীয় বলে আবার
জীবন পেলেন মুশফিক।সীমানায় তাঁর সহজ ক্যাচ হাতছাড়া করে চার
বানিয়ে দিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। এবারও অভাগা বোলারের নাম চাহাল। ৩৮
রানে আরেকবার জীবন পেলেন মুশফিক। চাহালের সে ওভারে ১৩ রান
পেয়েছে বাংলাদেশ। শেষ ১২ বলে ২২ রান দরকার ছিল বাংলাদেশের। প্রথম
দুই দলে মাত্র ২ এল। পরের চার বলে টানা চার ৪ মুশফিকের। শেষ ওভারে
দরকার ৪ রান। তবে উইকেটে থাকা মুশফিক- মাহমুদউল্লাহই একবার শেষ ৩
বলে ২ রান তোলার কাজ করতে পারেননি টি- টোয়েন্টি বিশ্বকাপে। এ
তথ্যটাই অস্বস্তি বাড়াচ্ছিল। প্রথম বলেই ডট দিলেন মাহমুদউল্লাহ। ৫ বলে
দরকার ৪ রান।পরের বলে ২ রান নিয়ে চাপ কমালেন অধিনায়ক। পরের
বলেই ওয়াইড। ম্যাচ টাই। ৪ বলে ১ রান দরকার বাংলাদেশের। ছয় মেরেই
জেতালেন মাহমুদউল্লাহ। ৬০ রানে অপরাজিত ছিলেন মুশফিক।
সূত্রঃ Prothomalo

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সাকিবের গালে থাপ্পোর দিয়ে 'টিম বাংলাদেশ' দেখিয়ে দিল সাকিব-তামিম বাদেও বাংলাদেশ চলে। চলতে পারে।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারতের জন্য এই শিক্ষা জরুরী ছিলো ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৩:০২

রাফা বলেছেন: এটািই হলো আমাদের মুল সমস্যা । একটা ম্যাচ জিতলেই শুরু হয়ে যায় ক্রিকেটারদের বন্দণা।যেনো বিশ্ব জয় করে ফেললাম।আকাশে উড়তে থাকি সবাই। শুধু এই একটি কারনের জন্যই বার বার ব্যার্থ হই যে কোন প্রতিযোগিতার মূল পর্বে।সংযমের পরিচয় দেওয়াটা খুব বেশি জরুরি বর্তমানে আমাদের।

সবাইকে বদলে যেতে হবে আমাদের।বাংলাদেশকে অনন্য উচ্চতায় যেতেই হবে।পথটা কঠিণ কিন্তু অজেয় নয়।সবাইকে শুভেচ্ছা।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
খেলা দেখে আমি মুগ্ধ!

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

নাহার জেনি বলেছেন: আমি খেলা দেখিনি। পোষ্ট পড়ে মনে হচ্ছে দারুণ একটা খেলা দেখা মিস করলাম। অভিনন্দন বাংলাদেশ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.