| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sujon Mahmud
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
আমরা সবাই জানি যে সমগ্র পৃথিবীর সর্বোচ্চ পর্বত হল মাউন্ড এভারেস্ট, যার উচ্চতা ৮.৮ কিলোমিটার, কিন্তু সৌরগতের কথা বললে সর্বোচ্চ পর্বতটির উচ্চতা হয় ২৫ কিলোমিটার। যা এভারেস্টের চেয়ে প্রায় তিনগুণ বেশি।
সৌরজগতের সর্বোচ্চ পর্বত ও আগ্নেয়গিরি মঙ্গল গ্রহে। এটি অলিম্পাস মনস নামে পরিচিত এবং এটি 16 মাইল (25 কিলোমিটার) উচ্চ।
খুব দীর্ঘ এবং প্রশস্ত (340 মাইল বা 550 কিলোমিটার)।
অলিম্পাস মনসের ঢাল প্রায় সমতলের মতো যা মাত্র 2 থেকে 5 ডিগ্রি রয়েছে। এটি একটি আগ্নেয়গিরি যা লাভার অগ্ন্যুৎপাত দ্বারা গঠিত।
অবস্থান:
আগ্নেয়গিরিটি থারিসিস বাল্জের উত্তর-পশ্চিম প্রান্তে, মঙ্গল গ্রহের পশ্চিম গোলার্ধে অবস্থিত। আগ্নেয়গিরির পশ্চিম অংশটি আমায় রয়েছে জোনিস চতুর্ভুজ এবং থারিসিস চতুর্ভুজটির মধ্য এবং পূর্ব অংশ ।
©somewhere in net ltd.