![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে এখন কোন ছাগু নাই, সব বিএনপি
আগে উপরের লিংকের পোষ্টে লিখেছিলাম কিভাবে সব ছাগুরা বিএনপি হয়ে যাবে। স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের চেতনাধারীদের আওয়ামী লীগ বলবে, ভারতের দালাল বলবে। শাহবাগের আন্দোলনকারীদের ভাদা বলবে।
এবার সময় এসেছে ওদের ভেক বদলানোর। এবার এরা আর বিএনপিও থাকবে না। এরা এখন সবাই আস্তিক হবে। এরা সবাই এখন শাহবাগের আন্দোলনকারী হবে, যদিও এদের শাহবাগে খুজে পাওয়া যাবে না। এরা এখন জয় বাংলাও বলবে। এবার ওরা ভারতের দালাল বা আওয়ামী লীগ নয়, এবার ওরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শের ধারক শাহবাগের তরুণদের নাস্তিক এবং ইসলামবিদ্বেষী বলবে। আগে এদের ছিল মুখে জিয়া মাথায় গোয়াজমের বিচি। এবার হবে এদের মুখে জয় বাংলা মাথায় গোয়াজমের বিচি। আমরা জানি কিভাবে শিবিরের ভাংচুরকারী সন্ত্রাসীরা পুলিশ দেখলেই জয় বাংলা শ্লোগান দিয়ে নিজেদের আড়াল করে। এবার এরা ব্লগেও তাই করবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৩
সুখোই-৩৫ বলেছেন: ওরা ইসলামের ইজারা ও ঠিকাদারি নিয়েছে। ওদের কথামত জামাত শিবির না করলে কেউ মুসলমান না।
বাইড়াইয়া মারা দরকার এই মুনাফেকদের। মুনাফেক হচ্ছে তারা যারা মুখে ইসলাম মাথায় ধান্দাবাজি রাখে। এরা হচ্ছে সেই মুনাফেক।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪
কলাবাগান১ বলেছেন: কোথায় জানি দেখলাম যে "আমার দেশ বলছে যে শাহবাগে সবাই ফ্যাসিবাদি" তার উত্তরে এক ব্লগার বললেন ঠিক আছে তবে আমরা সবাই "ফাসিবাদী"
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬
সুখোই-৩৫ বলেছেন: চরম
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---
আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।
রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।
রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।
প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।
ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।
বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী
কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭
সুখোই-৩৫ বলেছেন: সহমত
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
কলাবাগান১ বলেছেন: সারা পৃথিবীর খবর বাংলাদেশকে নিয়ে এখানে
Click This Link
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮
সুখোই-৩৫ বলেছেন: পশ্চিমারা এ নিয়ে ঘাটাচ্ছে না, কারণ দুর্গন্ধ বের হবে, বের হবে সপ্তম নৌবহরের কথা, পশ্চিমাদের দুর্গন্ধযুক্ত হিপোক্রেসির কথা।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২
পাতি মাস্তান বলেছেন: চোরের মায়ের বড় গলা
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
সীমান্তে অসীম বলেছেন: কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।
জটিল....... পারফেক্ট
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
জাহিদুল হাসান বলেছেন: সীমান্তে অসীম বলেছেন: কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।
জটিল....... পারফেক্ট
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
খুব সাধারন একজন বলেছেন: আমরা জানি কিভাবে শিবিরের ভাংচুরকারী সন্ত্রাসীরা পুলিশ দেখলেই জয় বাংলা শ্লোগান দিয়ে নিজেদের আড়াল করে।
তাও শিবিরের মুখে জয় বাংলা হুন্তে মঞ্চায়।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাকে অলরেডি নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলেছে ও স্ক্রিনশট দিয়ে পোষ্ট দিয়েছে।