| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুকনোপাতা০০৭
	আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
বেহিসেবি সময়ের হিসেব কষতে বসে 
কেমন এলোমেলো লাগছে সব!
সবই আছে গোছানো,তবু আমি ভাবছি
সব কিছু...
কেন এতো এলোমেলো! 
তন্ময় হয়ে সময় গুনে অতন্দ্র কোন প্রহরী
সুরে তার নেই সুর তবু বুনে তাল মেলানোর নহরী
বাজিয়ে বাঁশি জলে ভাসে চোখ
কেমন করে তবু বাঁধে সুরের ধোক?
আমি উতলা মনে ভেবে যাই শুধু
কেন আসে?বারে বারে বেহিসেবি ভোর?!  
জীবনের তরেই জীবন গোছানো 
নাই বা থাকলো অনেক স্বপ্ন
তবু বাঁধ সাধে দুঃখ,হয়ে সুখের অসুখ
আমি দেই সুখ জলাঞ্জলী!
বুঝি হার মেনেছি দুঃখের কাছেই
তাই সুখরে গিয়েছি ভুলি! 
বুঝলে শুকনোপাতা,
রাজ্য জুড়েই উড়ে বেড়ায় তোমার কথো-কথা!
তোমার আকন্ঠ সুর ছুঁয়ে যায় 
তোমারই মনের জীর্ণতা! 
হয়তো বা... 
তবু আমি বলি, 
না পারিলাম সময় গুনতে
কতো সময় গেলো যে চলে নিজের অজান্তে 
না পারিলাম হিসেব কষতে
কতো ভুল যে করেছি এই সরল অংকে
শুধু সুরে বাঁধি বেসুর 
শুনে কাঁদি হয়ে আকুল ! 
দিনমান তাই জঁপিলাম মনে মনে 
আজি বেলা চলে যাক অরুনের সাথে
মিটে যাক রাত তারার পথে
আমি দিন গুনিবো আবারো কাল হতে! 
এবার যদি ভুলি হিসেব কষতে
যদি ভুলি সুর বাঁধিতে
তবে জেনে নেবো,মেনে নিবো
না হবে দেখা কভু,সুখের সাথে...!  
[মাঝে মাঝে কবিরা অগোছালো কবিতা লিখে..তবে সেগুলোও অসাধারণ হয়,কিন্তু আমি তেমন কবি নই,তবুও খানিকটা অগোছালো কাব্য লিখলাম!!] 
 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৩৪
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য 
 
২| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৬
সায়েম মুন বলেছেন: কিছুটা অগোছালো ভাব থেকেই গেল কবি :/
 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৩৫
শুকনোপাতা০০৭ বলেছেন: হুম ভাইয়া,কারন শুকনোপাতার রাজ্য আপাতত,অগোছালো! 
  
৩| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৮
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা...........
জীবনের ক্যালকুলেটরে আমারও বেহিসেবি সময়ের হিসেব মেলে না,
জীবনের সরল সমীকরণে শুধু যোগ-বিয়োগের ভুল।
অনেক অনেক ভাল লাগা রইল। 
 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৩৬
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৪| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: +++++++++++++++++++
 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৩৭
শুকনোপাতা০০৭ বলেছেন: 
 
 
৫| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৫৬
ফালতু বালক বলেছেন:  
ভালো  +++++
 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৩৭
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৬| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
ভালো লেগেছে।
দারুন। 
 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫৭
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৭| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:০১
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫৯
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু 
 
৮| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: 
বুঝলে শুকনোপাতা,
রাজ্য জুড়েই উড়ে বেড়ায় তোমার কথো-কথা!
তোমার আকন্ঠ সুর ছুঁয়ে যায়
তোমারই মনের জীর্ণতা!
সুন্দর! 
 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৯| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:০৮
শাহজাহান মুনির বলেছেন: ভালো লাগলো।
 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৭
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
১০| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:১৫
শ্রাবণ জল বলেছেন: চলিতের মাঝে হঠাৎ সাধুর ব্যাবহার!!
ভাল লেগেছে। 
 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৩৮
শুকনোপাতা০০৭ বলেছেন: কবিতাটা আগা-গোড়াই কিছুটা অগোছালো! ইচ্ছে করেই করা বলা চলে 
 
১১| 
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ১১:০৫
শোশমিতা বলেছেন: বুঝলে শুকনোপাতা,
রাজ্য জুড়েই উড়ে বেড়ায় তোমার কথো-কথা!
তোমার আকন্ঠ সুর ছুঁয়ে যায়
তোমারই মনের জীর্ণতা!  
সুন্দর!
 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৮
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু 
 
১২| 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
জীবনের তরেই জীবন গোছানো
নাই বা থাকলো অনেক স্বপ্ন
তবু বাঁধ সাধে দুঃখ,হয়ে সুখের অসুখ
আমি দেই সুখ জলাঞ্জলী!
বুঝি হার মেনেছি দুঃখের কাছেই
তাই সুখরে গিয়েছি ভুলি!  
সুন্দর!!! 
ভালোলাগা জানবেন। 
++++++++ 
 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৯
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে 
 
১৩| 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৫
একজন আরমান বলেছেন: 
বুঝি হার মেনেছি দুঃখের কাছেই
তাই সুখরে গিয়েছি ভুলি! 
অগোছালো কাব্য ভালো লেগেছে। 
 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:১৮
শুকনোপাতা০০৭ বলেছেন: শুনে ভালো লাগল,অনেক ধন্যবাদ ![]()
১৪| 
১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:২০
স্পাইসিস্পাই001 বলেছেন: অগোছালো কবিতাই যদি এত সুন্দর হয় তাহলে গুছিয়ে লিখলে যে কি হবে ....
+++++ .... সকাল টা শুরু হলো সুন্দর একটা কবিতা দিয়ে ....।
ধন্যবাদ ......ভাল থাকবেন.... শুভকামনা রইলো...।
 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 আপনি তো অপেক্ষা করাতে করাতে দিন পাড় করছেন!! 
১৫| 
১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:২৪
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
শুভ কামনা।
 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
১৬| 
১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:০৯
s r jony বলেছেন: চমৎকার হইছে
 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
১৭| 
১৮ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:৩৯
মেহেরুন বলেছেন:  অনেক অনেক সুন্দর কবিতা 
 তুমি এতো সুন্দর কবিতা কি করে লিখো????? 
 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৬
শুকনোপাতা০০৭ বলেছেন: কি যে বল আপু!তোমাদের মতো কি আর অতো সুন্দর লিখতে পারি!
১৮| 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:০৭
মামুন রশিদ বলেছেন: বাজিয়ে বাঁশি জলে ভাসে চোখ
কেমন করে তবু বাঁধে সুরের ধোক?
আমি উতলা মনে ভেবে যাই শুধু
কেন আসে?বারে বারে বেহিসেবি ভোর?!
অগোছালো কাব্যে ভালোলাগা+++++++
 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৬
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
১৯| 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৫৩
বোকামন বলেছেন: 
আকুল  ভালোলাগা কবি ...
 
১৮ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:৪২
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
২০| 
২০ শে এপ্রিল, ২০১৩  সকাল ৯:৪২
স্পাইসিস্পাই001 বলেছেন: চরম ব্যস্ত সময় পার করছি লেখা শুরুই করতে পারছি না .....চেষ্টা করব তাড়াতাড়ি দেয়ার .....
ধন্যবাদ ........ ভাল থাকবেন....। 
 
২৪ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০২
শুকনোপাতা০০৭ বলেছেন: ঠিক আছে,ভালো থাকবেন
২১| 
২০ শে এপ্রিল, ২০১৩  রাত ৯:৫৬
আমিভূত বলেছেন: এলোমেলো কথন ভালো লাগলো 
 
শুভ কামনা । 
 
২৪ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০২
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
২২| 
২১ শে এপ্রিল, ২০১৩  রাত ১২:৫৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: কিছুটা আগোছাল মনে হয়েছে, তারপরও ভাল লেগেছে। শুভাকামনা।
 
২৪ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০২
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
২৩| 
১২ ই মে, ২০১৩  সকাল ১১:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগলো আপু ![]()
 
১২ ই মে, ২০১৩  বিকাল ৫:৫৬
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু 
 
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৪
স্বপনবাজ বলেছেন:
বুঝলে শুকনোপাতা,
রাজ্য জুড়েই উড়ে বেড়ায় তোমার কথো-কথা!
তোমার আকন্ঠ সুর ছুঁয়ে যায়
তোমারই মনের জীর্ণতা! +++++++++++