| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলতানা১২
পবিত্র ঈদে মীলাদুননবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত হোক বছরব্যাপী।
টিউমার অপসারণে গোবর ব্যবহারের অবিশ্বাস্য কাজ করছে সীতাকুণ্ডের এক কবিরাজ। কিন্তু রোগের নিরাময় না হওয়ায় দেখা দেয় বিপত্তি। রোগীর আত্মীয়স্বজন চিকিৎসকের কাছে এ জন্য ক্ষতিপূরণ দাবি করে বসে। অবশেষে চিকিৎসককে দুই হাজার টাকা জরিমানা গুনতে হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর সদর কলেজ রোডের কবিরাজ এম আর আচারিয়ার দাওয়া খানায়। এ সময়ে রোগী আবুল কাসেমের হাউমাউ চিৎকারে আশেপাশের দোকানদারসহ শত-শত উৎসুক জনতা জড়ো হতে থাকে। রোগী আবুল কাসেম একজন সাবেক সেনা সদস্য। তার বাড়ী পৌরসভার এয়াকুবনগরের ২নং ওয়ার্ডে।
আবুল কাসেম কালের কণ্ঠকে বলেন, 'গত তিন মাস ধরে কপালের টিউমার নিরাময়ের জন্য কবিরাজ এম আর আচারিয়ার কথা অনুযায়ী ওষুধ সেবন করে আসছি। কবিরাজ প্রথমে শিশিভর্তি পচা-দুর্গন্ধযুক্ত তরল ওষুধ খেতে দেয়। রোগ নিরাময় না হলে পুনরায় প্রলেপ দেয়ার জন্য ময়দার গুটি দেয়; তাতেও কাজ না হলে এক রঙা লাল গাভীর মল-গোবর ওষুধ হিসেবে ব্যবহার করতে দেয়! এক মাস ধরে টিউমারের উপরে গোবরের এ প্রলেপ দেয়ার পরও টিউমারটি অপরিবর্তিত থেকে যায়। আমি কবিরাজ থেকে সর্বমোট চুয়ালি্লশ শ' টাকার ওষুধ খেয়েছি।' কবিরাজ এম আর আচারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে কালের কণ্ঠকে বলে, 'রোগী গো- গোশত না খেলে ঠিকেই রোগ সেরে উঠত।'
মন্তব্য
©somewhere in net ltd.