| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে কোথাও বেহালা বাজে। যে বেহালার বুক জুড়ে রোদনের সুর অার তোমার ফেলে যাওয়া দীর্ঘশ্বাস। অত কান্না কেনো ওর বুকে? জানি না, কেউ জানায় না। শূন্যতার সেই সুর অাঁকড়ে ধরে অামার শুধু মনে পড়ে, অামাদের যুগলজীবন। অামরা তখন ভালোবেসে অাকাশ হয়েছিলাম। যে অাকাশজুড়ে ছিল কেবল বিজলির অাখ্যান।
বৃষ্টি বিরতির রঙধনু বাহার নিয়ে অাজো সে অাকাশ বহুতল মেঘের পরে শরীর এলিয়ে অাছে। অার অামি মেঘের ভাঁজে দাঁড়িয়ে শুনছি পুরনো সব কথার বুদবুদ। তুমি বলতে অভিমানের কান্না ভালোবাসো, এই কান্না বরাবর অামাকে নাকি রূপসী করে তোলে। তাই হয়তো বৃষ্টি ফুরোলেও অভিমানের সেই কান্না ফুরোয় না। অামার জলজ চোখ তোমার ফিরে অাসার দিন গোনে অার মেঘের পালকে সাজিয়ে রাখে হারিয়ে ফেলা সুখ।
অামাদের সুখগুলো ছিলো গাছের মতোন, যার ছিল অতল শিকড় অার সবুজের বাড়াবাড়ি। অামাদের চুম্বনের উত্তাপ ছিল পাপের মতোন, যার রং ছিল লাল, নীল, অাসমানি, কমলা, হলুদ, সবুজ, বেগুনি। অামরা সেই পাপের ঘ্রাণে বুঁদ হয়ে দুজন দুজনকে তুমুল ভালোবাসতাম অার কথা বলতাম প্রিয় রঙের তারুণ্যে।
মেঘনিনাদের মতো অাজো সেই কথোপকথনের ঝলকানি অামার বুকে জমে থাকা ক্ষরণের দাগকে দৃশ্যমান করে তবু অামি কান পেতে রই। অাচমকা পা হড়কে পড়ার মতো হুড়মুড়িয়ে বৃষ্টি নামতেই মেঘের চূড়ো থেকে খসে পড়তে পড়তে অামি রঙধনুর ফাঁকিটা ধরতে পারি।
#মুক্তগদ্য
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০
সুলতানা সাদিয়া বলেছেন: হাহাহা। আজো আসা হতো না, তুমি না টানলে। তুমি বছর পুরা করতে দাও নাই।
২|
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮
জেন রসি বলেছেন: স্মৃতি মানুষকে অতৃপ্ত করে। অথচ মানুষ তৃপ্ত হবে বলেই পেছন ফিরে তাকায়।
পড়ার পর এটাই মনে হলো। ভালো লিখেছেন।
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯
সুলতানা সাদিয়া বলেছেন: সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ।
৩|
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন: অামাদের সুখগুলো ছিলো গাছের মতোন, যার ছিল অতল শিকড় অার সবুজের বাড়াবাড়ি। অামাদের চুম্বনের উত্তাপ ছিল পাপের মতোন, যার রং ছিল লাল, নীল, অাসমানি, কমলা, হলুদ, সবুজ, বেগুনি। অামরা সেই পাপের ঘ্রাণে বুঁদ হয়ে দুজন দুজনকে তুমুল ভালোবাসতাম অার কথা বলতাম প্রিয় রঙের তারুণ্যে।--- আহা!
আমার অসুখগুলোও গাছের মতোন!
শুভেচ্ছা ![]()
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
সুলতানা সাদিয়া বলেছেন: আমার অসুখগুলোও। শিকড় গভীর।
৪|
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
চমৎকার মুক্তগদ্য _
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
সুলতানা সাদিয়া বলেছেন: ধন্যবাদ আপা।
৫|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার একটা লেখা পড়ে মনটা অনেকক্ষণ আচ্ছন্ন হয়ে রইল। মুক্তগদ্য না বলে অনায়াসে কবিতা বলা যেত। মুক্তগদ্যে কবিতার আবহ। দারুণ লিখেছেন। একরাশ প্রশংসা আর শুভেচ্ছা।
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২
সুলতানা সাদিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর মন্তব্য! আবার ব্লগিং এ ফেরার অনুপ্রেরণা পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ।
৬|
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অামাদের চুম্বনের উত্তাপ ছিল পাপের মতোন, যার রং ছিল লাল, নীল, অাসমানি, কমলা, হলুদ, সবুজ, বেগুনি!!!
এই লাইনটা আমাকে আটকে ফেললো, এবং ভাবালো!
ধন্যবাদ!
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩
সুলতানা সাদিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। কীভাবে যেন ভালবাসা বার বার আটকে ফেলে আমাদের। ভালো থাকুন প্রিয় ব্লগার।
৭|
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: শব্দের তারুন তেজ !
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩
সুলতানা সাদিয়া বলেছেন: অশেষ ধন্যবাদ।
৮|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
লেখায় তেজ আছে।
কিন্তু আমি কমেন্ট এ কোন তেজ পাইতেসি না। ![]()
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪
সুলতানা সাদিয়া বলেছেন: হাহাহা! অনেক ধন্যবাদ।
৯|
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯
মলাসইলমুইনা বলেছেন: মনে হলো আপনিতো যেন আপনার লেখার শিরোনামটা থেকে শেষ পর্যন্ত মোৎসার্টের সিম্ফোনি শুনিয়ে গেলেন !খুবই ভালো লাগলো আপনার এই লেখাটা | আপনি এতো কম লেখেন কেন? আরেকটু বেশি লিখুন না ?
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯
সুলতানা সাদিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক বড় কমপ্লিমেন্ট! লিখিতো, ব্লগে পোস্ট দেয়া হয় না। অনুপ্রেরণা পেলাম ভাই নাইমুল ইসলাম।
১০|
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: মুক্তগদ্যে কি জানি একটা আছে, যা আমাকে খুব টানে। ভালো লেগেছে আপু ![]()
১১|
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩
মেহেদী হাসান তামিম বলেছেন: আরো জোরে ঝরো তুমি, ঝরো ক্রমাগত
ভাসাও মনের অন্ধকারে কালিমা যত
ঝরেঝরে তুমি - জাগাও জীবন
জ্বালাও, প্রেমের সে বহ্নিশিখাই শুধু জ্বালো।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮
অপর্ণা মম্ময় বলেছেন: লাইক দিলাম। কয় বছর পর পোস্ট দিলা? ব্লগে আসো না ক্যান ?