নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই, জানাতে চাই।

http://www.sometimeinblog.com/

সুমাইয়া আক্তার+

http://todaysbd.com/

সুমাইয়া আক্তার+ › বিস্তারিত পোস্টঃ

আজ শাহবাগ চত্বরে যোগ দেবেন অনন্ত-বর্ষা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

source : Latest Headlines From Bangladeshi Newspapers

শাহবাগে চলছে তরুণ প্রজন্মের আন্দোলন, একটাই দাবি 'রাজাকারের ফাঁসি চাই'। আর খুব অল্প সময়েই শাহবাগ চত্বরের এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী, পরবর্তীতে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী। প্রতিদিনই শাহবাগের তরুণদের উত্সাহ দিতে এবং নিজেরাও এই আন্দোলনের সঙ্গে যোগ দিতে আসছেন এ দেশের শোবিজ মিডিয়ার অনেক তারকাই। এরইমধ্যে এসেছেন ফকির শাহাবুদ্দীন, আব্দুল জব্বার, নকিব খাব, রেনেসাঁ, চিরকুট, তৌকির আহমেদ, রোকেয়া প্রাচীসহ আরও অনেকেই। আজ এই তরুণদের সঙ্গে যোগ দিতে আসছেন 'মোস্ট ওয়েলকাম'খ্যাত এ সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র তারকাজুটি এমএ জলিল অনন্ত ও বর্ষা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, 'এ দাবি জাতির দাবি। আর শাহবাগের এই গণঅভ্যুত্থান এখন শুধুই বাংলাদেশে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটি এরইমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। এখনকার তরুণদের দেখে আমি নিজেও অনেক সাহস পাই, অনেক বেশি উত্সাহী হই। আর এ দাবি তো আমাদের জাতির দাবি। জাতির ভবিষ্যতের দাবিও বটে। আর আমরা সবাই এ জাতির। তাই এ ধরনের মহত্ কাজে নিজেকে যুক্ত করাটা অবশ্যই উচিত। শুরু থেকেই এখানে যাওয়ার পরিকল্পনা করেছি আমরা। গত কয়েকদিন নানা ব্যস্ততায় থাকার কারণে এতে অংশ নিতে পারিনি। তাই আজকের দিনটা আমরা প্রায় পুরোটাই ফ্রি রেখেছি, যেন শাহবাগের এই আন্দোলনে যোগ দিতে পারি। আর সবার উদ্দেশ্যে বলত চাই, আজ আমরাও আসছি। আমরাও ফাঁসি চাই যুদ্ধাপরাধীদের।শাহবাগে চলছে তরুণ প্রজন্মের আন্দোলন, একটাই দাবি 'রাজাকারের ফাঁসি চাই'। আর খুব অল্প সময়েই শাহবাগ চত্বরের এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী, পরবর্তীতে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী। প্রতিদিনই শাহবাগের তরুণদের উত্সাহ দিতে এবং নিজেরাও এই আন্দোলনের সঙ্গে যোগ দিতে আসছেন এ দেশের শোবিজ মিডিয়ার অনেক তারকাই। এরইমধ্যে এসেছেন ফকির শাহাবুদ্দীন, আব্দুল জব্বার, নকিব খাব, রেনেসাঁ, চিরকুট, তৌকির আহমেদ, রোকেয়া প্রাচীসহ আরও অনেকেই। আজ এই তরুণদের সঙ্গে যোগ দিতে আসছেন 'মোস্ট ওয়েলকাম'খ্যাত এ সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র তারকাজুটি এমএ জলিল অনন্ত ও বর্ষা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, 'এ দাবি জাতির দাবি। আর শাহবাগের এই গণঅভ্যুত্থান এখন শুধুই বাংলাদেশে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটি এরইমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। এখনকার তরুণদের দেখে আমি নিজেও অনেক সাহস পাই, অনেক বেশি উত্সাহী হই। আর এ দাবি তো আমাদের জাতির দাবি। জাতির ভবিষ্যতের দাবিও বটে। আর আমরা সবাই এ জাতির। তাই এ ধরনের মহত্ কাজে নিজেকে যুক্ত করাটা অবশ্যই উচিত। শুরু থেকেই এখানে যাওয়ার পরিকল্পনা করেছি আমরা। গত কয়েকদিন নানা ব্যস্ততায় থাকার কারণে এতে অংশ নিতে পারিনি। তাই আজকের দিনটা আমরা প্রায় পুরোটাই ফ্রি রেখেছি, যেন শাহবাগের এই আন্দোলনে যোগ দিতে পারি। আর সবার উদ্দেশ্যে বলত চাই, আজ আমরাও আসছি। আমরাও ফাঁসি চাই যুদ্ধাপরাধীদের।

source : Latest Headlines From Bangladeshi Newspapers

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

ফলাফল বলেছেন:

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

একাকি উনমন বলেছেন: অভিনন্দন

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

স্টেনটোরিয়ান বলেছেন: খুব ভাল খবর।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

বলাক০৪ বলেছেন: জয়তু অনন্ত।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

মুহাই বলেছেন: মোস্ট ওয়েলকাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.