নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই, জানাতে চাই।

http://www.sometimeinblog.com/

সুমাইয়া আক্তার+

http://todaysbd.com/

সুমাইয়া আক্তার+ › বিস্তারিত পোস্টঃ

থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র -২

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

থাবা বাবা চলে গেছেন যা আমাদের জন্য রেখে গেলেন

থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র -১

থাবা বাবা Thursday near Dhaka

বিশ্বজিৎ মরলো, তাকে নিয়ে, কতো ব্লগ স্ট্যাটাস লিখা হলো, কতো হাউকাউ হলো, আর তার পরে শিবিরের হামলায় কতোজন মরে গেল, কেউ টু শব্দ করলো না... আগুনে জীবন্ত লাশ হয়ে ফেরত যাওয়া লোকটার নাম পর্যন্ত কেউ জানতেও চাইলো না!



মরার ভিডিও ছিল বলে একা বিশ্বজিৎ মানুষ ছিল, বাকিরা অমানুষ? সেলুকাসের ঠিকানা এখনো পাইলাম না!



থাবা বাবা shared আল্লামা শয়তান's status. Thursday

সুশীলরা সব মাথা চুলকে 'কিন্তু কিন্তু' করছে...

বলেন দেখি পুরান ঢাকার বিশ্বজিত হত্যা কান্ডের সেই সব মহা সুশীল মানবতা বাদীরা মতিঝিলের জাফর হত্যাতে কেনও কোন মানবতা খুঁজে পান না ?

উত্তরটা সহজ :) জাফর রে মাথায় আঘাত কৈরা যেই সব জামাতি শিবির শূয়োর গুলায় মারছে সেইটা কি এই সব সুশীলেরা টিভিতে নিউজে লাইভ দেখেছেন ?? নাকি যারা মারছে তারা ছাত্রলীগ ??

সেলুকাস !!! কি মারাত্মক চোদনামারকা সুশিল মানবতাবাদিতে আমাদের চারদিক ভরে আছে ।

ধিক ধিক শত ধিক



থাবা বাবা January 31

একজন মানুষ কি করে একটা জাতির ভবিষ্যত নির্ধারন করে দিতে পারে, বাংলাদেশের ইতিহাস তার সাক্ষী!



গোলাম আজম বা নিজামী নয়, বাংলার সবচে বড় রাজাকার সেই একক ভাবে ইতিহাস বদলে দেয়া লোকটা!



থাবা বাবা shared Pappu Dutta's status. January 31



এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার এই তো সময়...

অনলাইনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বলে দাবি করেন আমাদের চেনা-অচেনা অনেকেই আছেন যাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে আফসোসের সুরে বলতে দেখেছি, "ইশ ! একাত্তরে যদি আমার জন্ম হতো তাহলে আমিও অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তাম, পাকিস্তানী নরপশুগুলোকে উচিত সাজা দিতাম...... তাদের দোসর রাজাকার-আলবদরগুলোকে কিছুতেই ক্ষমা করতাম না......ইত্যাদি "



বন্ধুগণ, '৭১-এর সময় অতিক্রান্ত হয়ে গেলেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে মাত্র, যুদ্ধ শেষ হয়নি । এখনকার লড়াই আরও ভয়াবহ, টেকনিক্যাল......কখনও পেশীশক্তির, কখনও বুদ্ধিবৃত্তিক, বিবেকের । আমাদের স্বাধীনতার যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কথা পড়ে-জেনে-বুঝে যারা সত্যিকার অর্থে অনুভব করেন বিষয়টি তাদের সুযোগ এসেছে মাতৃ-ঋণের দায় মেটানোর । কিছু বিশ্বাসঘাতকের কৃপায় '৭১-এর পরাজিত শক্তি স্বাধীন বাংলাদেশে শিকড় গড়েছে আজ বহুবছর । অবৈধ উপায়ে ক্ষমতা দখলকৃত সামরিক কুলাঙ্গারদের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানী দালাল ওই রাজাকারেরা বাংলাদেশে পুনর্বাসিত ও লালিত হয়েছে বছরের পর বছর ধরে । বাকিটা আমরা এদেশের জনগণ জেগে ঘুমিয়ে থাকার ভান করে কাটিয়েছি । আমাদের 'আম্মা' জানারা ইমাম, শহীদ রুমীর মা এই ঘাতক-দালালদের বিচারে জনমত সৃষ্টি করতে যেয়ে বিএনপি কতৃক নিগৃহীত ও রাস্ট্রদ্রোহীতার অপবাদ মাথায় নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে গেছেন । তিনি নিজে শেষ করে যেতে পারেননি, পরবর্তী প্রজন্মের হাতে সেই দায়িত্ব অর্পণ করেছেন ।



আমাদের দেশের যে পরিবারগুলোর সদস্য এই পাকি দালাল রাজাকারদের হাতে বা সহায়তায় শহীদ হয়েছেন, যাদের মেয়েরা আর্মি ক্যাম্পে দিনের পর দিন লাঞ্ছিত-ধর্ষিত হয়েছে, বাড়ি থেকে যাদের ধরে নিয়ে চিরতরে নিখোঁজ করে ফেলা হয়েছে, বাস্তচ্যুত যে পরিবারগুলো সেই পরিবারগুলো আর ফিরে আসেনি তাঁরা কি কোনদিন এইসব হত্যাকারী আর তাদের দোসরদের ক্ষমা করেছে ? মনে আফসোসের কিছু নাই, উপযুক্ত সময় এসেছে জবাব দেয়ার......... পূর্বপুরুষের রক্তের ঋণ কিছুটা হলেও শোধের......... যে যেভাবে পারেন, হাতে-মুখে-কলমে-পেশীতে...... আল-বদর-আল শামস্‌----এর উত্তরসূরী নব্য রাজাকার জামায়াত-শিবিরদের প্রতিহত করেন । '৭১-এর পরাজিত শক্তিকে পায়ের তলায় থাকতে হবে এটাই নিয়তি - বিয়াল্লিশ বছর আগেই যা স্বয়ং সৃষ্টিকর্তার হাতে নির্ধারিত হয়ে গেছে । জয় বাংলা



থাবা বাবা January 30

মানুষে পুন্দোলন করে, গুন্দোলন করে, মিস্কুল মিস্কুল খেলে... কিন্তু গেলমানীয় হরতালের বিরুদ্ধে গেন্দোলন কেউ করলো না! হেরা এখন বামদোলনে ব্যাস্ত, হেরা মনে হয় হরতালের নৈতিক সমর্থন করে! কারন, সাইদীর বিচার হইছে ভাল, কিন্তু...



যারা জামাতি হরতাল সমর্থন করে, তারা নিশ্চিত ৭১ এর হত্যা ও ধর্ষন সমর্থন করে , অতঃপর তারাও ছাগেল্মান!



থাবা বাবা shared Laito Ahriman's status. January 30

ইন্ডিয়াতে কেউ ক্ষিয়র গানের পেরতিবাদ করে নাই... তাই আমাগো পেরতিবাদানুভূতিও উত্থিত হয় নাই!

অনুবুতি ফুরাই গেছিলো বইলা কয়দিন আগে অনুবুতি মালালা থেইকা ধার নেওয়া লাগছিল, সেইটা দিয়া কয়দিন যাওয়ার পর অনুবুতি আবার ধার করলাম দিল্লি থেইকা, সেইটাও গেলু ফুরাইয়া তয় একন আর ফুরাই যাওয়ার ভয় নাই

কারন এবার আপনাগো অনুবুতি ফুরাই গেলে রিচারজের বেবস্থা আছে, যখনি অনুবুতি শেষ তকনি শুনবেন "ক্ষ" ব্যান্ডের গান, বেস অনুবুতির লগে ফ্রিতে দেশপ্রেমও পাইবেন।

থাবা বাবা January 30

দেশপ্রেমিক বাম হইলে আর মুক্তিযোদ্ধা বিম্পি হইলে অবশ্য পরিত্যাজ্য!

থাবা বাবা January 30

শেকাচিনা কয়টা বাচ্চা পোলাপানরে মুন্ত্রী বানাইছে... কতা হইলো হেরা কমপ্লান আর হররলিক্স খায়া লম্বায় বড় হইছে ঠিকই, কিন্তু ঘিলুটা আটকায় আছে ঐ হাঁটুর কাছে! টাইনা লম্বা করলেই তো আর বড় হয় না!



থাবা বাবা January 30

আমি জামাত ও শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানাই... আমাদের ৭১ না দেখা প্রজন্ম যারা কোনভাবেই জামাত শিবিরকে খারাপ ভাবতে রাজী না, তাদের সামনে নিজেদের সেই নৃশংস চেহারা দেখিয়ে দিল তারা! তারা মানুষকে তাদের আসল চেহারা দেখাচ্ছে যে তারা কতোটা ভয়ঙ্কর!

মুখোশ খোলার জন্য ধন্যবাদ!



থাবা বাবা January 29

ভদকা রাশিয়ান ডিরিঙ্ক... চিনাবাদামেরা তাহা সেবন করে কেন? চীনেদের কি কিছু নাই?



থাবা বাবা January 29 via Twitter

দাদু নাকি চিনেম্যান মা,

নাম নাকি চ্যাং ফু?



থাবা বাবা January 29

এখনকার বৈরাগীরা দেখি ভাতেরে রাইস কয়!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

রওনকআলিম বলেছেন: Good news, for the sake of current movement, Samu has Blocked me. Ha Ha Ha!!! I am bend for this post:
রাজীবের সাথে আসলেই কি চলমান গন-আন্দোলনের কোন সংশ্লিষ্ঠতা ছিলো?

জানাজায় আমিও ছিলাম, গতকাল জানাজায় অংশ নিতে আমি বাসে আর দৌড়িয়ে গিয়াছিলাম, ওজুও ছিলো। ৫:৫৫ তে যখন জানাযা শেষ হল, ভাবছিলাম ছেলেটার কত ভাগ্য, হাজার-হাজার লোক তার জানাযা পড়ছে।
মাত্রই নেটে বসলাম আর রাজীব-কে চেক করলাম। দেখলাম সে শেষ আড়াই বছর আগে, ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬ ব্লগ লিখেছে, আর শেষ কমেন্ট করেছ ২ মাস আগে, ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯। সেখানে সে কি লিখেছে তা আর উচ্চারন করলাম না।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বীর মুক্তিযোদ্ধা শহিদ রাজিব , লও লও লও সালাম..

শহিদ রাজিব , নাস্তিক না আস্তিক সেটা কোন বিষয় না , সে আমাদেরি ভাই , সে আমাদের সার্থে রাজাকার বিরোধি আন্দোলনে সংগ্রামি ছিল , অথচ আমরা আমাদের ভাই এর ম্রিত্যুতে শোক না করে তাকে নাস্তিক বলে গালি দিচ্ছি ! এই আমাদের ধর্মীয় চেতনা ! ধিক্কার জানাই এমন ধর্মীয় চেতনাকে !!!!!!!!!!!!!!!!!!!!!! যা আমাদের বিচ্ছিন্ন করে ফেলছে ।

ভাই রাজিব , ক্ষয় নাই তোমার ক্ষয় নাই.. আমাদের চেতনায় তুমি আছো ..থাকবে চিরসবুজ চিরসতেজ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

টানিম বলেছেন: কি লাভ পাচ্ছেন এই পোস্ট দিয়ে ???? পুরাই ...

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

bangal manus বলেছেন: শহিদ রাজিব হত্যার বিচার চাই। রাজাকারের ফাঁসি চাই।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যাক, থাবা বাবা শেষ পর্যন্ত সেলিব্রেটিই হয়ে গেল !!!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মুসাফির... বলেছেন: রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বীর মুক্তিযোদ্ধা শহিদ রাজিব , লও লও লও সালাম..

শহিদ রাজিব , নাস্তিক না আস্তিক সেটা কোন বিষয় না , সে আমাদেরি ভাই , সে আমাদের সার্থে রাজাকার বিরোধি আন্দোলনে সংগ্রামি ছিল , অথচ আমরা আমাদের ভাই এর ম্রিত্যুতে শোক না করে তাকে নাস্তিক বলে গালি দিচ্ছি ! এই আমাদের ধর্মীয় চেতনা ! ধিক্কার জানাই এমন ধর্মীয় চেতনাকে !!!!!!!!!!!!!!!!!!!!!! যা আমাদের বিচ্ছিন্ন করে ফেলছে ।

>>>>>> প্রশ্ন হলো- নাস্তিক শব্দটা কি গালী নাকি???
>>>>>> প্রশ্ন হলো- শহিদ কারে কয়??? শহিদের সংজ্ঞা কি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.