নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই, জানাতে চাই।

http://www.sometimeinblog.com/

সুমাইয়া আক্তার+

http://todaysbd.com/

সুমাইয়া আক্তার+ › বিস্তারিত পোস্টঃ

সরকারের নগ্ন হস্তক্ষেপ ও বাংলা ব্লগ

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

লেখাটি শুধু লেখার জন্য লেখা না। প্রচন্ড ক্ষোভের বর্হি:প্রকাশ মাত্র।

আমি বাংলা ব্লগ -এ খুব একটা লিখি না তবে প্রচুর লেখা পড়ি এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। লেখাগুলো পড়ার সময় শুধু ভাবতাম আমরা স্বাধীন। আমরা আসলেই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আসলে কি এই স্বাধীনতা ধরে রাখতে পারব? তাই হলো। সরকার নিয়ম জারি করে দিল। মডারেশন বিহীন কোন লেখা ব্লগে প্রকাশ করা যাবে না। এটা আমাদের অতিরিক্ত বাড়াবাড়ির ফল। আমরা বাংলা ব্লগকে দোষ মুক্ত রাখতে পারতাম, কিন্তু পারি নি। গুটি কয়েক ব্লগ এর জন্য দায়ী। আমারা রাজনীতির সাথে মিশে গিয়েছিলাম। যা মোটেও উচিত হয়নি। যার ফল আমাদেরকে ভোগ করতে হতে পারে। এখন সময় এসেছে আমাদের মুখে লাগাম দেওয়ার। নিজেকে প্রশ্ন করি বার বার --কেন আমরা মুক্ত থাকতে পারলাম না?



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

মারুফ ফািহম বলেছেন: আপনারা বারবার সরকারের দোষ দেন কেন? ব্লগের মধ্যেও আমরা কি স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারি? মডুদের চেতনার পরিপন্থী হলেইতো আমরা ব্যন খাই, সেফ থেকে জেনারেল হই, পোষ্ট মুছে দেয়। কোন যায়গায় স্বাধীন?

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

সুমাইয়া আক্তার+ বলেছেন: আমি বলি নি যে সরকারের দোষ এটা আমাদের অতিঃরিক্ত বাড়াবাড়ির ফল

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

ভয় বলেছেন: কারণ মডারেটরদের আসিফ সবাক নাস্তিক গং প্রীতি। মডারেটররাই দায়ী।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

মুনতাশীর বলেছেন: মডারেটরদের আসিফ সবাক নাস্তিক গং প্রীতি।ডারেশনে পক্ষ পাতিত্ব,গালিবাজদের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নানেওয়া এখন বেশীর ভাগ সাধারন ব্লগার সামুকে স্মর্থন দিচ্ছেনা! সামুর অনিয়ন্ত্রিত কর্মকান্ডের জন্য আজকে সকল ব্লগ সাইট ও লক্ষ লক্ষ ব্লগারদের এই বিপদ সেটা বলতেই হবে।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

প্রািন্ত বলেছেন: আওয়ামীলীগ জনগণকে কখনও কি স্বাধীনতা দিয়েছে? ৭১ পরবর্তীকালে বাকশাল গঠনের মধ্যমে এদেশের স্বাধীনতাকামী মানুষের কন্ঠরোধ করেছিল এই আওয়ামীলীগ, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই আওয়ামীলীগ। চরিত্র কি সহজে পালটানো যায়? অথচ এদেশের কথিত কিছু বুদ্ধিজীবি দালাল এদেরই লেজুর বৃত্তি করছে।

৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

মারুফ ফািহম বলেছেন: আসলে ব্লগে মত প্রকাশের নামে ইসলাম বিরোধীদেরকে প্রমোট করা হয় এবং ইসলামের পক্ষে মত প্রকাশ করলে যেটা ইসলাম বিরোধীদের গায়ে লাগে সেটাকে গোলা টিপে ধরা হয়। হায়রে মত প্রকাশের স্বসধীনতা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.