![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
watch live ipl sony tv channel 9
আইপিএল-৬ এর উদ্বোধনী আসরে চমক নিয়ে কলকাতার মঞ্চে হাজির হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও 'চিকনী চামেলী'খ্যাত ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-ক্যাট ছাড়াও আন্তর্জাতিকমানের একাধিক তারকা পারর্ফম করবেন বলে জানা গেছে। এ অনুষ্ঠানে শাহরুখ-ক্যাট হাফ ডজন শ্রোতানন্দিত গানে পারর্ফম করবেন। এর মধ্যে ক্যাটের 'চিকনী চামেলী', 'শিলা কি জওয়ানি' এবং শাহরুখের 'ইশক শিবা', 'মারজানি' ও 'লাভ মেরা হিট' গানগুলো রয়েছে। ইতোমধ্যেই তারা নাচের অনুশীলনও শুরু করে দিয়েছেন।
এ প্রসঙ্গে আইপিএলের আয়োজকরা জানিয়েছেন, 'আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হচ্ছে শাহরুখ-ক্যাটের স্টেজ পারফরম্যান্স। কলকাতাবাসী এবারই প্রথম সরাসরি শাহরুখ-ক্যাটের নৃত্য উপভোগ করবেন।'
এ প্রসঙ্গে শাহরুখ-ক্যাট জানান, কলকাতায় একসঙ্গে নৃত্যপরিবেশনের বিষয়টি নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত।
জানা গেছে, অনুষ্ঠানটি আরো জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য পশ্চিমা গায়ক পিটবুলও পারর্ফম করবেন। এছাড়াও অনুষ্ঠানে বাড়তি চমক হিসেবে ঐতিহ্যবাহী চীনা ব্যান্ডদল এবং আতশবাজির ব্যবস্থা করা হবে।
বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট আইপিএল-৬ এর উদ্বোধনী আসরের আয়োজন করছে। এবারের আইপিএলের আসর উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সুমাইয়া আক্তার+ বলেছেন: বাংলাদেশ সময় রাত ০৮০০
২| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এম.এল.এইচ বলেছেন: দেশের এই ক্রান্তিলগ্নে আপনার এই পোষ্ট বেশ সময় উপযোগী।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
টিপু বলেছেন: উদ্বোধনী অনুষ্ঠান কয়টায়?