নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন!!

সুমনের স্বপ্ন

খুব সাধারন।

সুমনের স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

সরকারী ল্যাপটপ ও কিছু কথা

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৩

কমিউনিটি ক্লিনিক, উপস্বাস্থ্য কেন্দ্রসহ গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য সরকার প্রায় ১৪,০০০ ল্যাপটপ বিতরণ করেছে। আমি আমারটা পেয়ে বেশ খুশিই হলাম। যা যা পেলাম:

১. একটি HP 450 মডেল এর ল্যাপটপ

২. CNET এর মডেম

৩. জিপি বিজনেস সল্যুশন পোস্টপেইড কানেকশন

কতটুকু পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে তা এখন বলা মুস্কিল। তবে কিছু জিনিস নিয়ে আমার একটু খটকা আছে তাই শেয়ার না করে পারলাম না:

১. উইন্ডোজ ৭ এর অরিজিনাল কপি ব্যবহার করা হয়েছে যার মূল্য ১৯.০০০৳

২. কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি অরিজিনাল কপি ব্যবহার করা হয়েছে যার মূল্য ৯০০৳

৩. মাইক্রোসফট অফিস ২০০৭ এর পাইরেটেড কপি ব্যবহার করা হয়েছে

৪. বিজয় এর একুশে ভার্সন ব্যবহার করা হয়েছে যার মূল্য ২০০৳ (তবে কর্পোরেট ভার্সন ব্যবহার করা হয়ে থাকলে মূল্য ৫০০০৳)

৫. তবে প্রসেসর ব্যবহার করা হয়েছে মান্ধাতা আমলের পেন্টিয়াম (!)

কি কাজ করতে হবে:

১. এই ল্যাপটপ দিয়ে ভিডিও কনফারেন্স করতে হবে (স্কাইপি ব্যবহার করে)

২. কিছু ডাটা ইনপুট দিতে হবে সার্ভারে ইন্টারনেট ব্যবহার করে (ফায়ারফক্স বিল্ডইন দেয়া আছে)

৩. প্রয়োজনীয় অফিসিয়াল লেখালেখি।

এর কোনো কাজেই আমি এতটাকা খরচ করে সফটওয়ার কেনার কোনো কারন দেখি না (যদিও কর্পোরেট লেভেলে একসাথে কেনার জন্য দাম কিছু কম ধরা হয়)

খুব সহজেই অপারেটিই সিস্টেম হিসেবে উবুন্টু বা লিনাক্স মিন্ট ব্যবহার করে এর সমাধান করা যেত। বিজয় এর বদলে অভ্র ব্যবহার করা যেত। তাহলে বিনা খরচে আমরা আমাদের কাজগুলো করতে পারতাম। আমাদের মত দেশে এই বিলাসিতা মানায় না। আসলে এর ভিতর দিয়ে একটি গ্রুপ ব্যবসা করে নিলো বলেই আমার মনে হয়েছে। আমার এই আশঙ্কা ভুল হলেই খুশি হবো।

পুনশ্চ: ভারতে ও থাইল্যান্ডে ই-গর্ভমেন্স চালু হয়েছে যা পুরোটাই অপেন সোর্স সফটওয়্যার বেজড।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৪

বদলে যাই বলেছেন: আপনি পাইছেন ;) খুশি থাকেন। এত্ত চিন্তা কিসের ? টাকা কিছু ইয়ে হবেই, আর আমি মনে করি এই ইয়ে পাওয়ার আশায়ই ১৪,০০০ ল্যাপটপ আপনাদের দিসে এবং দেশের বিভিন্ন অফিস এবং বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর ইত্যাদি দিচ্ছে।

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৯

কলাবাগান১ বলেছেন: @বদলে যাই

ভাই সবখানেই ষড়যন্ত্র খুজেন কেন... সরকার বিনা পয়সায় বই দেয়, তা নিয়েই অভিযোগ- পয়সা পাওয়ার ধান্দা, কম্পিউটার দিচ্ছে- আসল উদ্দেশ্য পয়সা বানানো... তাহলে কোন কিছু না করে সব বন্ধ করে দেওয়া হোক কেননা কিছু করা মানেই পয়সা বানানোর ধান্দা..... স্কুলে ল্যাপটপ, প্রজেক্টর দেওয়া হচ্ছে, তাও ইয়ে পাওয়ার আশায়??? সরকারের কি উচিত ছিল স্লেট/চক দেওয়া???? শিক্ষামন্ত্রী পয়সার ভাগ পাচ্ছে????

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৭

ভিটামিন সি বলেছেন: দাদা, আপনি যে ল্যাপটপ পাইছেন আর তাতে যে উইন্ডোজ দেয়া তা ১৯ টাকা বা ১৯০০০ টাকা দিয়া কেনা হয় না। এটা ওই ব্রান্ডের সাথে মাইক্রোসফটের পাইকারী চুক্তি আছে। যেমন তাদের ১০ লক্ষ ল্যাপটপে উইন্ডোজ ৭ ব্যবহার করবে, বিনিময়ে নির্দিষ্ট ব্যান্ড যেমন এইচপি মাইক্রোসফটকে ৫০ লক্ষ ডলার দিবে। যার পাইকারী দাম পড়ছে মাত্র ৫ বা ১০ ডলার। আর আপনি যদি ১ পিস কিনতে যান, তাহলে আপনার জন্য আছে উপহার হিসেবে গলা কাটা দাম।
ক্যাসপারেস্কি ও একই নিয়মে। কিন্তু মুস্তফা কাগুর বিজয় একুশের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব হইছে। উনি আপনাদের বুবুর কেলাশমেট ছিলেন, আপনার বুবুর উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশ শব্দের প্রবর্তক ও বাস্তবায়নকারী, বিশিষ্ট লীগার। সুতরাং সেখানে বিজয়ের বিজয় সুনিশ্চিত।

উবুন্ট যে দিবো, কয়জনের মাথা থেকে উবুন্টর ভুত নামছে। আমি নিজে কম্পিউটার চালাই ১২ বছর ধরে; এখনও উবুন্টু আমার কাছে রহস্যময়। সাধারণ একজন ব্যবহারকারী উবুন্ট ব্যবহার করতে পারবে বলে আমার মনে হয় না। তবে ব্যবহারকারীদের প্রয়োজনীয় ট্রেনিং করিয়ে নিলে একটা উবুন্টু বিপ্লব ঘটে যেতো।
উবুন্টু তো ফি সফট। এটাতে তো ব্যবসা নেই ব্রাদার।।।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

সোহানী বলেছেন: আসলেই ... আপনি পাইছেন এটাই বড় কথা। কত টাকার ব্যবসা হলো এটার চিন্তা করতে গেলে আপনাকে স্রেফ পাগলাগারদে যেতে হবে।

ব্যবাসা কি, কত প্রকার তা সরকারী আমলারা এমনভাবে বুঝে যে এসব নিয়ে আম জনতার না বুঝলেও চলবে।........ আর হা, যেখানে ৪ হাজার কোটি (শত বা লাখ নয়) টাকা কোন টাকাই নয় সেখানে আপনি ২/৪ লাখ নিয়ে কেন মাথা নস্ট করেন......... :#> :#> :#> :#> :#>

৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯

সবুজ স্বপ্ন বলেছেন: আপনি তো ভাল জিনিস পাইছেন। সরকারী লোকজন ইমেইল খুলতে পারেনা আপনি আসছেন তাদেরকে দিয়া লিনাক্স ব্যাবহার করাতে? :| X( :) :) :) :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.