![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজন হত্যা নিয়ে চারিদিক উত্তাল। হওয়াটাই স্বাভাবিক, এত জঘন্য হত্যার বিচার দাবি খুব প্রয়োজন।
ফেসবুকে বেশকিছু সেলিব্রেটিকে ফলো করি।
* একজন শাহবাগে যাওয়ার ডাক দিলেন। যথারীতি ব্যানার হাতে দাঁড়িয়ে টিভি পর্দায়।
* একজন ঘোষনা দিলেন বিচার না হওয়া পর্যন্ত কবিতা লিখবেন না। তিনি যা লিখতেন তা পড়ার মত এমন কিছু না। কিন্তু সবাই ভাবলো দেখিতো তিনি কি লিখেন। টাইমলাইন ভিজিট আর লাইক বাড়লো।
* একজন আর গান গাইবেন না বিচার না হওয়া পর্যন্ত। ফলাফল লাইক আর শেয়ারে সয়লাব। অথচ তার গান এখন শোনে এমন মানুষ পাওয়া কঠিন।
--------আপনারা আসলেই ভালো মানুষ অনেক। সেটা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এই ঘটনা কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার কি করছেন না!!
বাড়ির কাজের ছেলে বা মেয়েদের দিকে তাকিয়ে দেখেছেন কখনও!!!
কাজের মেয়েকে মেরে, ঠিকমত খেতে না দিয়ে ফেসবুকে বসে আছেন কি!!
রাস্তায় চায়ের দোকানে কাজ করা রাজনদের দিকে তাকিয়ে দেখেছেন কখনও!!!
জানি এর সব উত্তর না। যত ভন্ডামি সব ফেসবুকে!! আমার এক পরিচিত ডা: এর কাজের মেয়ে রাতে ঘুমায় ডাইনিং টেবিল এর নিচে, খায় ডা: এর ছোট ছেলে আর মেয়ের খাবার এর প্লেট এর নষ্ট করা খাবার। সে আজ রাজনকে নিয়ে স্টাটাস দিয়েছে!!!
এসব নিয়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না...কেউ একটু বলে দিবেন প্লিজ..
২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৪
নতুন বলেছেন: সমাজের ভন্ডামীর সাইড ইফেক্ট এই রাজন হত্যা।
সবাই এই ছেলের জন্য ব্যস্ত কিন্তু কতজনের বাসায় শিশু কাজ করছে এবং তার কেমন আপ্যায়ন করেন তারা??
আসল রোগ না সারলে এই সমস্যাও কমবেনা।
৩| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:৪০
মুদ্দাকির বলেছেন:
নতুন বলেছেন: সমাজের ভন্ডামীর সাইড ইফেক্ট এই রাজন হত্যা।
একমত
৪| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৩
কলাবাগান১ বলেছেন: একজন তো যেখানে রাজন কে হত্যা করা হয় তখন কেন দেশকে মধ্যম আয়ের দেশ বলা হয় তা নিয়ে বিরাট পোস্ট দিলেন। উনার আসল জ্বালা টা বুঝা যায় যে রাজন হত্যা না .....দেশ কেন আগাচ্ছে সেটা ই উনার পছন্দ না (এই সরকারের সময়)। অনেক লোকই এখন ঘোলা জলে মাছ শিকারে ব্যস্ত
৫| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
সত্যচারী বলেছেন: আমার এক পরিচিত ডা: এর কাজের মেয়ে রাতে ঘুমায় ডাইনিং টেবিল এর নিচে, খায় ডা: এর ছোট ছেলে আর মেয়ের খাবার এর প্লেট এর নষ্ট করা খাবার
তার জন্য আপনিই বা কি করেছেন? জানালে খুশী হতাম
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৪
মো: আকরাম খান বলেছেন: আবালদের জন্য বাম্বু ইজ অন