নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন খন্দকার

আনন্দ নন্দিত শুভ সম্ভাষণ প্রত্যাশিত সেই আগন্তুক ......

সুমন খন্দকার › বিস্তারিত পোস্টঃ

তারপরেও বেচে থাকুক এদেশের প্রশাসন নন্দলালের মত হাজার বছর ধরে,,,,,,,,

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:২১

ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র কইরা মারা গেল ১২ জন...।।
সমস্যা নাই, এত বড় দেশ এতগুলা মানুষ প্রশাসন কেমনে সামাল দেবো..??
একটু কমন সেন্সের ডিব্বাই ঝাকি দেন, আমার মত আপনারও ক্লিয়ার হয়া যাইব, আজাইরা কোন প্রশাসন ট্রশাসনরে দুইষা লাভ নাই.....

আচ্ছা আরেক কাহিনী, তনু নামের কোন মেয়ে নাকি ধর্ষণের শিকার হইয়া পরে নিহতও হইছে..!!!!
আচ্ছা, কি দরকার ছিলো বলেন তো ঐ মেয়েটার রাত্রে বেলা টিউশানি করতে যাবার?? রাতের বেলা কি প্রশাসন সব মেয়েদের পিছে পিছে ঘুইরা পাহারা দেবে নাকি?? পরিবার বলতে প্রশাসন এর কিছু নাই নাকি?? যত্তসব আমাগো মত আমজনতার আজাইরা চ্যাঁচামেচি.......

আচ্ছা,,প্রশাসনের লোকজনের বেতনও নাকি দ্বিগুন করা হইছে?? করুজ্ঞা,,কিন্তু আমার মত স্টুপিড আমজনতার প্রশ্ন, তারপরেও প্রশাসনের লোকজন ব্যাংকর্মকর্তা রাব্বিরে জিম্মী কইরা টাকা চাই কেন??
বাদ দেন না ভাই,,এত্ত বড় প্রশাসন, এর মধ্যে ২-১ জন ঝামেলার কিন্তু থাকবারই পারে।।আর টাকা পয়সার দরকার কার নাই বলেন?? প্রশাসনের লোকজনেরও তো বউ বাচ্চা আছে নাকি!!! কিছু জিনিস ইগনোর করেন মিয়া.....

আচ্ছা ভাই,,সব ইগনোর করলাম।। আমারে বলেনতো,
রানা প্লাজার রানা কই?
পিলখানার আসামিরা কই?
লিমনের পায়ে যে গুলি করছে যে অফিসার সে কই?
ঢাবির ছাত্র কাদিররে যে চাপারি দিয়া কুপাইসে সে ওসি কই?
সেভেন মার্ডারের আসামিরা কই?
ইলিয়াস আলী কই?
লোকমান হত্যার আসামিরা কই?
বিশ্বজিতরে হত্যাকারিরা কই?
ঢাবির টিএসসিতে নারী লাঞ্চনার বিচার কই?

ছি ভাই, আপনে এত বোকা?? আশে পাশে এত্তকিছু ঘটতেছে আর আপনে কিনা এখনো ঐগুলা মাথায় রাখছেন.....!! আজিব মাইরি

তাইলে ভাই তনু হত্যার বিচার??

আরে ভাই, ঘটনাতো মাত্র ঘটলো। কইদিন যাক নাকি কি?? তদন্ত টদন্ত আগে হোক... প্রশাসন অন্যান্য ইস্যু নিয়ে খুব ব্যস্ত অনেক চাপ।।

শেষপর্যন্ত আমার মত আমজনতার আর বুঝে উঠা হয়না এদেশের প্রশাসনের কি নিয়ে এত ব্যস্ততা আর কিইবা এদের কাজের চাপ.......

তারপরেও বেচে থাকুক এদেশের প্রশাসন নন্দলালের মত হাজার বছর ধরে,.......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩২

বিজন রয় বলেছেন: নাই নাই, কোন বিচার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.