![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
অনেক হয়ে গেছে দেরি জানি
তাই তো হৃদয় মাঝে শংশয়,
এখনও কি ভিড়বে তরী পাড়ে
নাকি সাদরে হবে বরে নিতে পরাজয়।
অনেক হয়েছে জীবন পরতে হেলা
তন্দ্রা বিনিত কালের হয়েছে মরন,
সহসা ফিরেছি পরম অমানিশায়
এ বেলায় যবে ক্ষান্ত মুদিতে নয়ন।
হৃদয় মন্দিরে পুজেছি যারে শত
চিনিনিতো সে যে ছিলো কাল নাগ,
এ বেলা তাই মরছি দংশন বিষে
কেঁদে ফিরে যায় সাধের প্রিয়তম বাগ।
আসলে আসুক প্রলয়,আসলে আসুক রাতি
ডরি নাক আর,কি নিবি রিক্ত প্রাতে,
শূণ্যতা নিবি?যা না নিয়ে দূর পানে
তবু হাসব ম্লান,পরাজয় নিয়ে বরে।।।
©somewhere in net ltd.