![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
কান্ডারী!
তব খেয়াল ভুলিয়া মেতেছি ধরাধামে
সাঙ্গ করিয়া প্রভাত যজ্ঞ
ভূবন নেশায় বিলেছি চিত্ত
ভাবিয়া দেখিনি জীবনের কি মানে!
কান্ডারী!
কত হৃদয় হেরিতে দিলাম কত কি সপেঁ
ঢালিয়া নেত্র বারি
গাহিয়া শাস্ত্র সারি
রইল তব কপাট হেলায় পড়ে।
কান্ডারী!
কত সুর ধ্বনিল বাদ্যে মোর
যশে মত্ত প্রাণ শ্বাসে
আর প্রেয়সীর কলতানে
পড়ে রইল তোমার করুনা সুদুুর।
©somewhere in net ltd.