নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

রোমন্থন

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

আমি পারিনা মানতে কভূ কোন ক্ষনে
তুমি নেই প্রিয়, তুমি নেই,
শ্বাসরোধে হাহাকার,প্রাণে তোলে ঝংকার
তুমি নেই প্রিয়,তুমি নেই।
মনে পরে প্রিয় হারানো অতীত
কত ক্ষনের কত কথা,
তোমাতে আমাতে শত দ্বন্দ্ব
দিগন্তে ছুটে চলা।
কথায় কথায় কথা কাটাকাটি
তোমার বিহনে কাঁদা,
উতলা স্রোতে,নগ্ন গায়ে
সুখের সাঁতারে ভাসা ।
তুমি আমি মিলে কত কুল চুরি
বাড়িতে নালিশ কত,
গভীর আধাঁরে কুটিরেতে ফেরা
মায়ের বকুনি শত।
আকাশের পানে দিতাম উড়ায়ে
লাল-নীল কত ঘুড়ি,
ঝাপটা বাতাসে ছিঁড়িলে সুতা
পেছনেতে ছুটাছুটি।
বোরোর ক্ষেতে দুজনাতে মিলে
পাখির বাসাতে হানা,
কুটি কুটি ডিমে দুহাত ভরে
আগুনেতে সেঁকে খাওয়া।
বৈশাখেতে নালা-ডোবা মাঝে
গামছাতে মাছ ধরা,
সারাটি গায়ে কাদা-পলি লেপে
সাঁঝের বেলাতে ফেরা।
অসুখেতে যবে পরতাম আমি
ক্ষনে ক্ষনে বসে শীয়রেতে,
তালের পাখায় বিলাতে বাতাস
আজও ভাসে স্বপনেতে।
দেহ দুইখানি হলে কিবা তাতে
আত্মাতো ছিল এক,
একজনের সুখে দুজনাতে সুখি
ব্যাথা বীনে হলে এক।
আজও আঁখি মুদে দেখি তব ছবি
কল্পলোকের ভুলকে,
আমি ধরা দিতে চাই,তাই ছুটে যাই
কেন লুকাও কোন দ্যুলোকে।
আমি শুনি তব গান,কোকিলের গলে
নিশীথের ঘন আধাঁরে,
আমি পাই তব ঘ্রান,পরশ প্রমান
ফুটিত কুমারী কুসুমে।
আমি দেখি তব হাসি চাঁদের কিরণে
শুনি ডাক প্রতি ভোরে,
মুগ্ধ নয়নে দেখি সোনা মুখ
স্বপনের বারিপ্রাতে।
আমি নিশির গভীরে শুনি পদধ্বনি
দেখা দাও দূর হতে,
আমি ছুটে যাই প্রিয়,ছুটে যাই
কেন মিলাও দখিনা বাতাসে।
একাকী ঘরে পেতে ভয় তুমি
আধাঁরে কাঁদিতে সদা,
আজি তবে মিছে,কিসের লোভে
লুকালে ভুলে গিয়ে বেলা।
আজ দুজনাতে কত ব্যাবধান
দুপারেতে বসবাস,
চিৎকার করি,যায় বুক ফেটে
নিয়তির পরিহাস।
আসবেনা জানি ফিরে আর কভূ
তবু ভাবি,এই বুঝি এলে,
সহসা ধাঁধা যায় দূরে কেটে
স্মৃতির রোমন্থনে।
জানি না প্রিয় গেছ কিনা ভুলে
অভাগা ভুলেনি তোমায়,
পার যদি ক্ষমা করে দিও মোরে
যত ছিল ভুল,সংশয়।
হয়ত একদিন হবে গো মিলন
কোন এক অবেলাতে,
ঐ বুকে বুক মিলাব সেদিন
মরণ পেয়ালা পিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.