নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রাবতী

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৬

হে চন্দ্রাবতী,
আজকের এ রাত শুধুই তোমার-আমার
আর কেউ যেন না থাকে এ প্রাতে,
আমি দেখব তোমায় বিভোর হয়ে
লাজ ভুলে শুধুই চেয়ে থেকে অপলকে।

আমি ভুলে যাব সব খেলা
স্বার্থের আছে যত শত মোহ মেলা,
আমি ভুলব সবায়, ভুলব আমায়
সাঙ্গ করব স্বর্গ সুখের স্বপন নিদ্রা,
কাটাব এ নিশি তব কোলে মাথা রেখে।

আমি ভিজব তোমার জ্যোস্না জলে
পিয়াব অমৃত অন্ন ঠেলে,
তোমার হাসির ঝর্ণা ধারায়
গা ভাসিয়ে ঐ জলের ভেলায়,
ডুবে যাব প্রিয়,যাব ডুবে অতলে।

এই নিশী যেন হয় কভূ না বিলীন
ও বদনে চেয়ে কাটুক হাজারো দিন,
জানি শ্রান্ত হবে না নাজুক এ তনু
বিবাগী এ প্রাণ,গানের এ রেনু,
সপিব এ প্রাণ এ নিশায় তব প্রিয়ে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন:
সুন্দর মিষ্টি কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.