নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

কাব্য

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৪

কাব্য,তুমিও বিদায় দিলে আমায়!
শুধু তোমায় নিয়েই তো বাঁচতে চেয়েছিলাম।
সবাই যখন চলে যাচ্ছিল এক এক করে
আমিতো তোমার কাঁধেই মাথা সপেছিলাম,
তুমি আলতো করে মাথায় হাত বুলিয়ে বলেছিলে,
আমিতো আছি,যাব নাকো কভু দূরে।

কাব্য,তুমি জানো?
শুধু তোমার আশেতে রাঙিয়েছি মন দেয়াল
কপাটে এঁটেছি তোমার সুরেরই তালা,
দখিন কোণের সাধের জানালাটাও আজ রুদ্ধ
সায়রে মোর ভেসে ছিল শুধু তব প্রতিচ্ছায়া।

কাব্য,তুমি শুনছো?
আমার কুটিরের আলোক কুপিটা আজ নেই
মাতাল সুরের বংশীটাও ভেঙেছি কবে!
গায়ে জড়ানো তোমার মায়ার শাল
সেটাও আজ বড্ড পুরোনো হয়ে গেছে।

কাব্য,তুমি হাসছো?
আমার যাতনায় তোমার এত মজা!
তবু ফিরে এসো,তোমায় হাসাবো দিবা নিশী,
তুমি ছাড়া আমি যে জীবন্ত লাশের মূর্তি
দাওগো প্রাণে একটু সুখের বৃষ্টি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোহয়েছে কাব্যকে নিয়ে কবিতা।

২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২২

ধ্রুবক আলো বলেছেন: কাব্য লেখা ভালো হয়েছে

৩| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম বাবু

৪| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

মোঃ সুমন রানা বলেছেন: ধ্রুবক আলোকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.