নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

অব্যাক্ত ভালোবাসা

০৯ ই মার্চ, ২০১৭ রাত ২:০৯

এ কেমন ভালোবাসা?
হে প্রেমিক,ঝরা বৃক্ষের পত্র পিপাসায়!
কেন খুঁজ নি'ক তারে হেমন্তের ধান গন্ধে?
কেন স্মরণী শীতের ভরা পূর্ণিমায়?

আমি খুঁজেছি গো তারে আলোক-আধাঁরে
আমি খুঁজেছি তারে ভাদ্রের অঝোর ধারায়,
অবেলায় যবে পেয়েছিনু তারে ঘটে
পর ভেলায় নিয়েছে যবে সে ঠায়।

কেন বাড়াও নি'ক শূন্য তব হাত?
কেন জরাও নি অতীত চাদরে ঢেকে?
কেন গাহনি হে কবি ভুলে যাওয়া সে সুর?
কেন কাঁদ তবে কাব্যের ছায়া তটে?

আমি পেয়েছি গো সুখ খুঁজে,বদন পরে তার
সখি গো আমার নিয়েছে সখারে খুঁজি,
সাজানো কাননে দিব না কভু হানা
সুখী হও যাচি, গেয়ে মম বসন্ত বেদনা গীতি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৩:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা পড়লাম।
ভালো লাগা রইল ++++

২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৭:১৮

মানবী বলেছেন: স্নিগ্ধ সুন্দর কবিতা!


"আমি পেয়েছি গো সুখ খুঁজে,বদন পরে তার"
- আমার ভাষাজ্ঞান খুব দুর্বল, তাই এখানে "খুঁজে" না "খুঁজিয়া"র ব্যবহার বেশি এ্যাপ্রোপ্রিয়েট হবে বুঝতে পারছিনা!

কবিতার জন্য ধন্যাবাদ মোঃ সুমন রানা।

৩| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

মোঃ সুমন রানা বলেছেন: খুব গভীর ভাষা জ্ঞান আমারও নেই।সাধু আর চলিত রীতির মিশ্রনে আমি বেজায় দক্ষ।চলিত রীতিতে লেখার চেষ্টা করেছিলাম।তবুও কিছু সাধু রীতির শব্দ চলে এসেছে।খুঁজে আর খুঁজিয়া একই সমস্যা।

মূল্যবান মন্তব্যের জন্যে ধন্যবাদ মানবীকে....

৪| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.