![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
লোকটা আমি ভীষণ বোকা
নিজের ভালো বুঝিই না,
পথটা বরে সবার তরে
আপন আবাস খুঁজিই না।
লোকটা আমি ভীষণ বোকা
তিক্ত কোথায় রাগিই না,
কুটিল মুখের টিটকারীতায়
হেসে কর্ণ পাতিই না।
লোকটা আমি ভীষণ বোকা
নকল হাসি হাসিই না,
সুখের নালায় কর্ম ভয়ে
ভিজাই তনু,ভিজাই না।
লোকটা আমি ভীষণ বোকা
রং মেখে সঙ সাজিই না,
গ্রীষ্ম এলে শীতের খোলস
হেলায় দুরে ছুড়িই না।
লোকটা আমি ভীষণ বোকা
স্বার্থ নেশায় মজিই না,
মধুর লোভে পুষ্প পরে
ভ্রমর বেশে মাতিই না।
লোকটা আমি ভীষণ বোকা
চাপার জোরে ভাসাই না,
স্বার্থ টানে পালাই দূরে
বুঝতে কাউরে দেইই না।
লোকটা আমি ভীষণ বোকা
তেলের বিদ্যা জানিই না,
মাছির বেশে দুধের পেয়াল
ঘুমের ভানেও চুমিই না।
লোকটা আমি ভীষণ বোকা
আপনরে ভাই চিনিই না,
নিজের যজ্ঞে নিজের স্বত্ত্বা
হৃদয় বৃন্তে ভোজিই না।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৮
ধ্রুবক আলো বলেছেন: লোকটা আমি ভীষণ বোকা
আপনরে ভাই চিনিই না,
নিজের যজ্ঞে নিজের স্বত্ত্বা
হৃদয় বৃন্তে ভোজিই না। ++ বেশ ভালো লাগলো