![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
ধরণীর যশ বাবু কয় পিছু ডেকে
ধর মোরে পার যদি ধরা দেবো না রে,
দূর হতে দেবো দেখা কাছে পাবি নাতো
ফুল ভেবে খাবি হুল এঁকে দেবো ক্ষত।
বাহু ডোরে চাবি যবে আঁধারে হারাব
দিবালোকে হব নিশা স্বপনে কাঁদাবো,
পিছু ফিরে কই আমি ভজি না তো তোরে
এ বেলাতে খেলা ফেলে যা না দূরে মিলে।
মোর পানে চেয়ে বাবু কেঁদে কেঁদে ফিরে
নাকে মুখে ছুড়ে কাদা চুল ছিড়ে মরে,
সব ভুলে গাই গান হেসে বাঁকা ঠোঁটে
খালি ঘরে পারি সুখ শূন্যতা বরে।
২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৯
হাবিব শুভ বলেছেন: কবিতাটা বেশি ভাবুক হয়ে গেছে। বুঝতে কষ্ট হচ্ছে ।
৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন, কিন্তু বুঝা কঠিন।
৪| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫২
মোঃ সুমন রানা বলেছেন: Thanks to Dhrubok Alo
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা বুঝিনা।