![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
পথে যেতে চামচিকা লাথি মারে পায়
পিছু ফিরে চাই শুধু,মৃদু স্বরে হাসি
সোজা পথে ফিরতে পা মেলে হাঁটি
চামচিকা নাচে সুখে,জয় গীতি গায়।
চামচিকা বুঝবে না করুনা কোথায়?
দেখে সব হই চুপ,কেন ক্ষেপি না?
প্রতিবাদের ঝড় তুলে পথ রুখি না!
কেন আমি নিশ্চুপ নিদারুন ব্যাথায়?
চামচিকা ভাবে নাতো ভাবি দিন কথা
গর্বেতে হেঁটে চলে বুকখানি ফুলিয়ে
মেদহীন পেশিটাকে গগনেতে উঁচিয়ে
কপোলেতে লেপে চলে ধ্বংসের টীকা।
চামচিকা রেখো মনে এ বেলায় আমায়
ভুলে কভু যেও না গো কালেরই স্রোতে
অবেলায় হয়তোবা পাবে পাশে মোরে
একালের প্রতিদান পাবে ফিরে হেথায়।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৮
মোঃ সুমন রানা বলেছেন: ঠিকই বলেছেন,সুযোগ পেলে কেনই বা ছাড়বে?
মূল্যবান মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুযোগ পেলে কে ছাড়ে?
চামচিকা কাব্য ছন্দময়।
শুভ কামনা।