নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

নিবেদন

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

ছিনিয়ে নাও সেই অধিকার
তোমাকে ভালোবাসি বলে ডাকার,
আমি এই শব্দটির দাবি পূরণে অক্ষম
তাই চুপিসারে পালিয়ে যাওয়াটাই ভেবেছি মোক্ষম।

ছিনিয়ে নাও সব বর
আছে যা কিছু স্থাবর-অস্থাবর,
আমি চাঁদের কলঙ্কের কালিমা কালো
তোমায় ভুলে ঘুরবো পথে পথে,এটাই বুঝি ভালো।

ভুলে যেও মোরে চিরতরে
যেন স্মরণেও কভু না আসি অবসরে,
আমি নিজের মাঝেই খুঁজি একটু সুখ না হয়
উড়ে যাক,মিশে যাক অন্তরীক্ষে মম অতৃপ্ত প্রণয়।

যদি কভু হয়ে যাই মুখোমুখি
ভুলেও কভু দিও না হারানো সে অধিকার,
আমি অচিন পথের পথিক,অচিনেই রবো সেজে
পারো যদি প্রিয় সখা,এক পশলা দিও দেখা অন্তিম কালে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

তারেক ফাহিম বলেছেন: শেষাংশে বেিশ ভালো লাগলো।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৮

মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

কামরুননাহার কলি বলেছেন: দারুন হয়েছে কবিতাটি।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৮

মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

পালক পালক বলেছেন: কেন চুপি সারে পালিয়ে যেতে চান? ভালবাসলে সাহসী হন

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:২১

মোঃ সুমন রানা বলেছেন: সাহস নাই।তাই পালিয়ে যেতে চাই.........:p
ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।
কবিতায় 'তেজ' আছে।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৩

মোঃ সুমন রানা বলেছেন: ধ্যন্যবাদ ভাই

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: চমৎকার।
অনুভূতির কি দারুণ প্রকাশ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৪

মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.