নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

আমাকে খুঁজি

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৪

আমাকে খুঁজি আমি কুয়াশার ভিড়ে
প্রভাতের রাঙা রবি,কাক ডাকা ভোরে,
খুঁজে ফিরি সন্ধ্যার আলোকের মায়ায়
নিশীথের গহীন আঁধার নির্জনতায়।

আমি দেখি আমাকে,ভাবি অতীত
কি ছিল হবার,আর কি হচ্ছে এখন!
এমন করে বদলে যাবো ভাবি নি
এখন আমি বড্ড অচেনা,অচিন কায়ায়।

আমি আমাকেই দেখি,গভীর দৃষ্টিপাতে
এক অচিন মুর্তিরূপ সেথা ভাসে,
পুরনো আত্নাটা মরে গেছে কবে জানি না!
তাইতো প্রাচীন রাগ ঝরে না তো বীণায়।

মন কুটিরে দিব্যদৃষ্টি,দেখি এক নতুন
এ নতুন বড্ড অসহ্য,কৃত্তিম,বেদনাময়,
খুঁজে ফিরি মোরে শূন্যে কিংবা লোকালয়
দাও ফিরিয়ে সেই পুরোনো অতীত আমায়।

আমি ভাসি,নয়নের জলে কাটি সাঁতার
আমি ক্লান্ত এ পথের নাই কোন সমাপ্তি,
চাওয়ার না শেষ আছে,আছে না পাবার
পুরোনো সেই সুর দাও ফিরে মোর গাওয়ায়।

তোমরাই হও বড়, জগৎ তোমাদেরই ভজুক
বিজয়ের গীতে পরিয়ে দিক কপালে রাজটিকা,
আমার আমাকেই ফিরিয়ে চাই শুধু শেষ বেলায়
অনেক দৌড়েছি,এবার ঘুমাবো শান্তি ছায়ায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০৭

এম এ কাশেম বলেছেন: অনেক সুন্দর থিম,
ছন্দ ও ভালো হয়েছে - তবে আরো ভাল করা যেতো।

শুভ কামনা।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ সুমন রানা বলেছেন: দিক নির্দেশনামূলক মন্তব্যের জন্যে ধন্যবাদ।দোয়া রাখবেন.....

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতা বড় কঠিন জিনিশ ভাইয়া।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

আটলান্টিক বলেছেন: আহা চমৎকার কাব্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.