![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
তোমরা যখন হাসো,আমিও তখন হাসি!
ওই হাসির মাঝে এই হাসি হয় লীন,
ক্ষতি কি বলো? এই তো সুখের
কাটুক না হয় এমন বন্দনায় মোর দিন।
আমি ঘুরি, এখানে-ওখানে,পথের বাঁকে বাঁকে
দেখি তোমাদের সুখের কেনা-বেচা,
সুখ! সে কি গো হাওয়াই লাড্ডু?
দিনগুলো কেন যায়না তবে বেঁধে রাখা?
আমায় দেখো,দেখো আমার থলি,
আজিব,এই থলিতে চলবে কেমনে পথ গিরি?
তোমাদের থলিতো হলো বেশ তাজা-মোটা!
সুখের পিয়াস মিটেছে কি গো? হয়েছো কি খুশি?
আমি অকর্মণ্য,আমি রূঢ়,আমি চন্দ্রিমার কলঙ্ক
আসিনি কোনদিন,আসবো না কভূ কাজে,
ঊষার নিহারে এসেছিনু যেমন নিরব একাকী
সাঁঝের কায়ায় হারাবো সহসা একাকী নিবিরে।
আমি খুঁজি সুখ,আমি সুখ খুঁজি,
পথ প্রান্তর,জল-হাওয়া আর কল্পলোকের ছায়
যেথায় বাতাসে ভাসে সহস্র ক্লান্তির পোড়া গন্ধ
সেথা মাতে সবে চিরস্থায়ী সুখ নীলিমায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
বরফ গলা তুষার বলেছেন: Hello Apni Ki Online A asen ?