![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
যতই করি না ভুল
ভাঙি অঙ্গীকার অগোচরে,
তুমি আমার কম্পিত হৃদ স্পন্দন
বলো, হৃদয় ছাড়া কি কেউ বাঁচতে পারে?
যতই হই আমি আড়াল
খেলে যাই অভিমানের লুকোচুরি,
তুমি প্রিয় পুষ্পের বুকে জমানো মধু
বলো, মধু ছাড়া কি ভ্ৰমর বাঁচতে পারে?
যতই ঘুরি ভুল পথে
যতই আধারে হারাই,
তুমি তপ্ত মরুতে একফোঁটা বারি শীতল
বলো, তোমা ছাড়া কি প্রাণ বাঁচতে পারে?
যতই সাজি ভিনদেশি
খুঁজি সুখ অচিন রসনায়,
তুমি মাটির সানকিতে গরম ডালভাত
বলো,তোমায় ছাড়া কি উদর পুরতে পারে?
আমি আসবো গো প্রিয়
তোমার নীড়েই ফিরবো দিনশেষে,
তুমিই আমার আঁধারে ইন্দু,দিবার রবিধারা
বলো, এ প্রণয় বাঁধন কি কভু ভাঙতে পারে?
©somewhere in net ltd.