![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
মেয়েটি হয়েছে মা
বাবা হয়নি কেউ!
উত্তাল হয়েছে নিন্দা সাগর
তীরে আছড়ে পড়ছে ঢেউ।
বাদ দিন না!
রাস্তার এক পাগলী মেয়ের কথা!
কি লাভ বলুন ওদের কথা ভেবে?
শুধু কুকুর বিড়াল বুঝুক ওদের ব্যাথা।
বুঝলাম!কিন্তু ভাবুন একটিবার
বাবাটা কে? বিড়াল নাকি কুকুর?
না,অবলা জন্তু, ওদের কি বা দোষ!
মানুষ নাকি সেরা জগৎ সৃষ্টির।
হাসছে মানুষ,হাসছে মা টাও
দুই হাসিতে কতই না বিভেদ!
মানুষের আজ বিনোদনটাই জ্বালানি
সুবোধ-বিবেক মরিচায় মিশেছে অভেদ।
মশাই,রইলো দাওয়াত আবার জোয়ার দেখার
উঠবে ঝড় পুনরায়,তীরে আছড়ে পড়বে ঢেউ,
পাগলী মেয়েটি আবার হবে মা
শুধু, বাবা হবে নাতো কেউ!!!
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
আকিব হাসান জাভেদ বলেছেন: পাগলী বলে তার নেই কোন খুজ
এমন করে কত পাগলী
লাঞ্চিত হবে রোজ ।
ভালো লাগলো কবিতা , কবি কে ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: অসাধারণ লিখেছেন, মানুষের পশুরূপ তুলে ধরেছেন।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন, কথামালা সাজিয়েছেন চমৎকার।
মুগ্ধতা জানবেন কবিতায়।
দুঃখজনক হলেও সত্যি মানুষ যেনো পশুতুল্য হয়ে যাচ্ছে দিনদিন!!
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
৬| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
কত অপরাধই চোখের আড়ালে রয়ে যায়।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮
ক্ষীণদৃষ্টি মানব বলেছেন: ধন্যবাদ অসাধারণ একটি লেখা উপহার দেওয়ার জন্য। শুভ কামনা রইলো